পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এখনও 6 টি ট্রেনের সম্মতি দেয়নি রাজ্য, টুইট ভারতীয় রেলের - পশ্চিমবঙ্গের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধের পর পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু ট্রেনের জন্য সম্মতি দিয়েছে । এগুলির মধ্যে 2 টি পঞ্জাব থেকে, 2 টি তামিলনাড়ু থেকে, 3 টি কর্নাটক থেকে ও একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।

Indian Railway
ফাইল ছবি

By

Published : May 9, 2020, 10:48 PM IST

দিল্লি, 9 মে : দেশজুড়ে এখনও পর্যন্ত তিন'শো শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল । উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশসহ অন্যান্য রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ওই ট্রেনগুলিতে । কিন্তু আজ সকাল পর্যন্ত ভারতীয় রেলকে মাত্র দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্যই সম্মতি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । টুইটে আজ এই কথাই জানাল ভারতীয় রেল ।

ভারতীয় রেলের তরফে ওই টুইটে লেখা হয়, "পশ্চিমবঙ্গের তরফে যে দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য আজ সকাল পর্যন্ত সম্মতি মিলেছিল, সেগুলির মধ্যে একটি আজমেঢ় শরিফ থেকে ও অন্যটি এরনাকুলাম থেকে ।"

টুইটে আরও বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধের পর পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু ট্রেনের জন্য সম্মতি দিয়েছে । এগুলির মধ্যে 2 টি পঞ্জাব থেকে, 2 টি তামিলনাড়ু থেকে, 3 টি কর্নাটক থেকে ও একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।

তবে পশ্চিমবঙ্গের তরফে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের থেকে কোনও ট্রেনের জন্য সম্মতি দেওয়া হয়নি । পশ্চিমবঙ্গের জন্য যে 16 টি ট্রেনের প্রয়োজন, তার মধ্যে 10 টি ট্রেনের সম্মতি দেওয়া হয়েছে । বাকি ছ'টি ট্রেনের এখনও পর্যন্ত কোনও সম্মতি মেলেনি বলেই জানিয়ে দিল ভারতীয় রেল ।

ABOUT THE AUTHOR

...view details