দিল্লি, 4 ফেব্রুয়ারি : সংসদে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করলেন BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে সরস্বতী পুজো করতে দেয় না বলে অভিযোগ তুললেন তিনি । জ়িরো আওয়ারে তিনি বলেন, মমতা তোষণের রাজনীতি করেন । বাংলাকে পাকিস্তান বানিয়ে ফেলেছে মমতার সরকার ।
সংসদে বাজেট অধিবেশনের আজ চতুর্থ দিন । আজ বক্তব্য রাখার সময় লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কথা তুলে ধরেন । নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর থেকেই তার বিরোধিতা করেছেন মমতা বন্দোপাধ্যায় । কখনও সভা করেছেন আবার কখনও প্রতিবাদ মিছিলে হেঁটেছেন । সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, "CAA-প্রতিবাদ আসলে তোষণের রাজনীতি ।"