দিল্লি, 9 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে৷ নির্বাচনী প্রচারে এসে বিজেপির নেতারা বাংলার মণীষীদের কথা তুলে ধরছেন৷ আর তা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তিও করে বসছেন৷ সোমবার লোকসভায় সেই প্রসঙ্গই তুলে ধরেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷
এদিন তিনি তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বিতর্ককে৷ যেখানে বিজেপির তরফে শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হিসেবে তুলে ধরা হয়েছিল৷ এই নিয়ে বিজেপিকে অধীরের পরামর্শ, ‘‘প্রথমে পড়ে তো যান কোথায় ওঁর (রবীন্দ্রনাথ) জন্ম হয়েছে৷’’ এর পর বহরমপুরের সাংসদ লোকসভায় ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনি হঠাৎ বলছেন যে শান্তিনিকেতনে ওঁর জন্ম হয়েছে৷ লোকে হাসছে৷ এতে আমাদের খারাপ লাগে৷’’
অধীর এদিন এই কথা বলার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখও করেছেন৷ আর তিনি যখন এই কথা বলছেন, তখন লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷