দিল্লি, 9 ফেব্রুয়ারি : শুধু নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নাম উল্লেখ করেই থেমে থাকলে হবে না৷ তাঁদের ভাবধারা-আদর্শকে সামনে রেখে কাজও করতে হবে৷ কেন্দ্রের মোদি সরকারকে এই ভাষাতেই বিঁধলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷
সোমবার লোকসভায় দাঁড়িয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ সরাসরি বললেন, ‘‘বিজেপির কোনও জাতীয় আইকন নেই৷ এটাই সমস্যা৷’’ তাঁর দাবি, সেই কারণেই বিজেপিকে অন্য কারও ভাবনা বা আদর্শ ধার করতে হয়৷
কোন প্রসঙ্গে তিনি সংসদের নিম্নকক্ষ থেকে এই মন্তব্য করেছেন, সেই কথা আগেই জানিয়েছিলেন অধীর চৌধুরী৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে যে বাংলার মণীষীদের শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই প্রসঙ্গ তুলে এনেছিলেন তিনি৷