পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদিকে নেতাজি-রবীন্দ্রনাথের আদর্শে মানার পরামর্শ অধীরের - Rabindranath Tagore

শুধু নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নাম উল্লেখ করেই থেমে থাকলে হবে না৷ তাঁদের ভাবধারা-আদর্শকে সামনে রেখে কাজও করতে হবে৷ লোকসভায় বকক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এই কথা বললেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷

অধীর চৌধুরী৷
অধীর চৌধুরী

By

Published : Feb 9, 2021, 8:16 PM IST

Updated : Feb 9, 2021, 9:53 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : শুধু নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নাম উল্লেখ করেই থেমে থাকলে হবে না৷ তাঁদের ভাবধারা-আদর্শকে সামনে রেখে কাজও করতে হবে৷ কেন্দ্রের মোদি সরকারকে এই ভাষাতেই বিঁধলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷

সোমবার লোকসভায় দাঁড়িয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ সরাসরি বললেন, ‘‘বিজেপির কোনও জাতীয় আইকন নেই৷ এটাই সমস্যা৷’’ তাঁর দাবি, সেই কারণেই বিজেপিকে অন্য কারও ভাবনা বা আদর্শ ধার করতে হয়৷

কোন প্রসঙ্গে তিনি সংসদের নিম্নকক্ষ থেকে এই মন্তব্য করেছেন, সেই কথা আগেই জানিয়েছিলেন অধীর চৌধুরী৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে যে বাংলার মণীষীদের শ্রদ্ধা জানানো হচ্ছে, সেই প্রসঙ্গ তুলে এনেছিলেন তিনি৷

অধীর চৌধুরী বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বাংলা সফর করেছেন৷ ওখানে নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উনি বলেন৷ ভালো লাগে৷ স্বামী বিবেকানন্দের কথাও উল্লেখ করা হয়৷ কারও নাম উল্লেখ করা এক জিনিস৷ আর তাঁদের কথাও চলে এগিয়ে যাওয়া অন্য জিনিস৷’’

আরও পড়ুন :বিজেপিকে বাংলার সংস্কৃতি-ইতিহাস নিয়ে পড়াশোনা করার পরামর্শ অধীরের

সেই কারণে তিনি জানিয়েছেন যে কারও ভাবনা বা আদর্শ ধার করার মধ্যে কোনও সমস্যা নেই৷ কিন্তু সেগুলিকে কাজে রূপায়ণ করে দেখাতে হয়৷ তিনি সরাসরি না বললেও আসলে বিজেপি দেশ বা বাংলার মণীষীদের দেখানো পথে চলে না, সেটাই বোঝাতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের৷

Last Updated : Feb 9, 2021, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details