পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ - 370 ধারা

যতক্ষণ 370 ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷ আজ রাজ্যসভায় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ফাইল ফোটো

By

Published : Aug 5, 2019, 6:53 PM IST

Updated : Aug 5, 2019, 10:18 PM IST

দিল্লি, 5 অগাস্ট : রাজ্যসভায় কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পাশাপাশি তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরে যতক্ষণ 370 ধারা আছে, দেশের অখণ্ডতা রক্ষা অসম্ভব ৷"

আজ রাজ্যসভায় অমিত শাহ বলেন, "যতক্ষণ 370 ধারা আছে, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে দমন সম্ভব নয় ৷ তবে আমরা কোনও বিশেষ ধর্মকে টার্গেট করছি না ৷ এখন জম্মু ও কাশ্মীরের অবস্থা স্থিতিশীল নয় ৷ শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক প্রতিকূলতা রয়েছে ৷ ভ্রমণ ক্ষেত্রেও কোনও উন্নয়ন হয়নি ৷ আমাদের পাঁচবছর সময় দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব ৷ মনে রাখবেন, কাশ্মীর আমাদের স্বর্গ ছিল, আছে, থাকবে ৷ "

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

তিনি বলেন, "370 ধারা তুলতে ভোট ব্যাঙ্কের ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন ছিল ৷ প্রধানমন্ত্রীর তা আছে ৷" স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "অনেক সাংসদ প্রশ্ন তুলেছেন, জম্মু ও কাশ্মীর কতদিন পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে ? আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সঠিক সময় আসবে আমরা জম্মু ও কাশ্মীরকে পুনরায় রাজ্য হিসেবে গড়ে তুলব ৷ হয়তো একটু সময় লাগবে ৷ তবে একদিন আবার রাজ্যের মর্যাদা পাবে জম্মু ও কাশ্মীর ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

রাজ্যসভায় অমিত শাহর বক্তব্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি লেখেন, তাঁর বক্তব্যের মর্মার্থ ও ব্যাপকতা প্রশংসনীয় ৷ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে যেমন অতীতে জম্মু ও কাশ্মীরে হওয়া অবিচারের প্রসঙ্গ উঠে এসেছে৷ সেভাবেই বর্তমানে সেখানকার ভাই বোনদের জন্য আমাদের লক্ষ্যও ফুটে উঠেছে ৷

Last Updated : Aug 5, 2019, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details