দিল্লি, 18 জুলাই : কোরোনা প্যানডেমিক প্রভাব ফেলেছে রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় । বন্ধ হয়েছে স্কুল এবং কলেজ । তাদের নির্ভরশীল হতে হয়েছে অনলাইন ক্লাসের উপর । লকডাউন শুরুর পর পর স্কুল কলেজগুলির অনলাইন ক্লাসে প্রথমে দ্বিধাবোধ ছিল । কিন্তু শেষ পর্যন্ত অনেক স্কুল এবং কলেজ অনলাইন ক্লাস থেকে উপকৃত হয়েছে ।
ভারতে মোট এক কোটি নয় লাখ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । এই কম সময়ে তাঁরা অনলাইন শিক্ষা মডেলকে গ্রহণ করেছে । গোটা দেশে কোটি কোটি শিক্ষার্থীও এই শিক্ষাব্যবস্থাকে গ্রহণ করেছেন । এই সময় পাঠ্যক্রম নিয়ে শিক্ষার্থীরা চিন্তায় । সরকার এবং ন্যাশানল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) কয়েকটি শ্রেণিতে পাঠ্যক্রমে অনেক পরিবর্তন এনেছে । মানব সম্পদ উন্নয়নমন্ত্রক সবসময় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখেছে ।
মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, NCERT পাঠ্যক্রমে পরিবর্তন করেছে । সেক্ষেত্রে শিক্ষার্থীদের উপর চাপ কমেছে । আরও গঠনগতভাবে তাঁরা পড়াশোনা করতে পারবেন ।
মানব সম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, এই প্যানডেমিকের সময় ভারত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে । সেক্ষেত্রে ভারত নিজেই উদাহরণ তৈরি করেছে । এই অনলাইন শিক্ষাব্যবস্থার ফলে ট্রাডিশনাল শিক্ষাব্যবস্থায় কি কোনও প্রভাব ফেলবে, এই প্রশ্নও করা হয় নিশাঙ্ককে । তিনি বলেন, "আমরা যখন অনলাইন শিক্ষাব্যবস্থাকে গ্রহণ করেছিলাম, সেই সময়টা কঠিন ছিল অবশ্যই । এখনও বিষয়টা এমন নয় যে, আমরা সম্পূর্ণ বিষয়টি জানি । যদি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারি তবে আমরা এগোতেও পারব না ।"