পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কঠিন সময়ই বন্ধুদের আরও কাছে নিয়ে আসে, ট্রাম্পের উদ্দেশে টুইট মোদির - Hydroxycloroquine

হাইড্রক্সিক্লোরোকুইনের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারত সরকারের প্রশংসা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতের এই সাহায্য অ্যামেরিকা কখনও ভুলবে না বলে জানান তিনি ৷ উত্তরে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ভারত-অ্যামেরিকা একসঙ্গে এই লড়াই জিতবে ৷

ট্রাম্পকে বার্তা মোদির
ট্রাম্পকে বার্তা মোদির

By

Published : Apr 9, 2020, 4:34 PM IST

Updated : Apr 9, 2020, 8:45 PM IST

দিল্লি, 9 এপ্রিল : হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত ৷ তারপর নরেন্দ্র মোদির প্রশংসা করতে দেখা যায় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ আজ তার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ভারত ও অ্যামেরিকা একসঙ্গে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াই জিতবে ৷

নরেন্দ্র মোদি টুইটে লেখেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার সঙ্গে আমি একমত ৷ কঠিন সময়ই বন্ধুদের আরও কাছে নিয়ে আসে ৷ ভারত-অ্যামেরিকার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ৷ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে মানবতার এই লড়াইয়ে ভারত যথাসাধ্য সাহায্য করবে ৷ এই লড়াই আমাদের একসঙ্গে জিততে হবে ৷"

বিভিন্ন দেশে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই সিদ্ধান্তের পরই নরেন্দ্র মোদিকে "অনবদ্য" বলেন ট্রাম্প ৷ সঙ্গে বলেন, কোরোনা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে ম্যালেরিয়ার এই ওষুধ ৷ ভারত এরকম একটা সময়ে ওষুধ দিয়ে যে সাহায্য করল, অ্যামেরিকা তা কখনও ভুলে যাবে না ৷

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মঙ্গলবার বলেন, গুজরাতের কম্পানিগুলি এই ওষুধ অ্যামেরিকায় রপ্তানি করবে ৷ গতকাল হোয়াইট হাউজ়ে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, "এই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে রাজি হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ৷ তিনি অনবদ্য ৷ আমরা এটা মনে রাখব ৷" তার কয়েক ঘণ্টা পরই টুইটারে মোদির প্রশংসা করেন তিনি ৷ লেখেন, বিপদের সময় ভারতের এই সাহায্য কখনও ভোলা যাবে না ৷ আরও লেখেন, "অসময়ে বন্ধুদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন ৷ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ার সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতীয়দের ধন্যবাদ ৷ এটা কখনও ভোলা যাবে না ৷"

Last Updated : Apr 9, 2020, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details