পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জঙ্গি-মাওবাদীদের প্রতি সহানুভূতি নেই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে যুদ্ধ চাই : অমিত শাহ

আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) সংশোধনী বিল পাশ হল সংসদে ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : Jul 24, 2019, 5:03 PM IST

দিল্লি, 24 জুলাই : আজ সংসদে পাশ হল UA(P) সংশোধনী বিল (আনলফুল অ্যাক্টিভিটিজ় (প্রিভেনশন) ) । লোকসভায় বিলটি 284টি ভোট পেয়ে পাশ হয় । সংশোধনীর বিরুদ্ধে ভোট পড়েছে 8টি । এদিকে এই বিল প্রসঙ্গে বিতর্ক চলাকালীন বিরোধী দলগুলোকে একযোগে আক্রমণ শানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, "যেকোনও সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে । সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে ।"

সংশোধনী বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে যোগসাজশের প্রমাণ থাকলে তাকেও 'জঙ্গি' হিসেবে গণ্য করা হবে । এর আগে কেবলমাত্র কোনও সংগঠনকেই জঙ্গি তকমা দেওয়া যেত । এই বিষয়টি নিয়ে বিলটির বিপক্ষে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, কংগ্রেস সাংসদ শশী থারুর সহ বিরোধীরা । তাঁদের বক্তব্য, এই আইনের অপব্যবহার করা হতে পারে ।

তবে বিরোধীদের এই দাবি উড়িয়ে অমিত শাহ বলেন, "কোনও একজন ব্যক্তিকে জঙ্গি ঘোষণা করার বিধান থাকা উচিত বলেই মনে করে কেন্দ্র ৷ বিশ্বের বিভিন্ন দেশেই এই সংস্থান রয়েছে ৷ ভারতেরও থাকবে । রাষ্ট্রসংঘ, ইয়োরোপিয়ান ইউনিয়ন, অ্যামেরিকা, পাকিস্তান, চিন, ইজ়রায়েল সবারই এই বিষয়ে আইন আছে ।" তিনি আরও বলেন, "অনেক সমাজসেবক খুব ভালো কাজ করছেন । কিন্তু আমাদের এই আরবান নকশালদের (শহুরে মাওবাদী) শেষ করতে হবে । জঙ্গিদের বিরুদ্ধে আমাদের কঠোরতম আইন তৈরি করা উচিত । ভারত থেকে সন্ত্রাস সমূলে শেষ করতেই এই বিল ।"

অমিত শাহ আরও বলেন, "'আদর্শের নামে কিছু মানুষ আরবান মাওবাদের প্রচার করছেন । ওদের নিয়ে আমাদের কোনও সহানুভূতি নেই । আমাদের সরকার এর তীব্র বিরোধী । এই বিলে যে সংশোধনীগুলি আমরা এনেছি, তাতে আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি আইনগতভাবে আরও শক্তিশালী হবে ।"

ABOUT THE AUTHOR

...view details