পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনকে বয়কট করতে হলে যথাযথ বিকল্প ও দেশের উৎপাদনে জোর দিতে হবে : বিবেক গুপ্তা - import from china

চিন থেকে আমদানি, চিনের সঠিক বিকল্প, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা-সহ একাধিক বিষয়ে কথা বললেন মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিবেক গুপ্তা ৷

vivek gupta
বিবেক গুপ্তা

By

Published : Jun 26, 2020, 9:21 PM IST

Updated : Jun 27, 2020, 3:59 AM IST

লাদাখ ইশুকে সামনে রেখে চিনের পণ্য বয়কট নিয়ে সরব হয়েছে অনেকে । এর জেরে কোথাও না কোথাও চিন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যেও প্রভাব পড়ছে । এই পরিস্থিতিতে দেশের শিল্প ও বাণিজ্য সংস্থাগুলির পরিস্থিতি কী ? কীভাবে ঘুরে দাঁড়াতে পারে দেশের শিল্পসংস্থাগুলি । বল পেতে পারে নতুন উদ্যোগগুলি । তা নিয়ে মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিবেক গুপ্তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ETV ভারতের ডেপুটি এডিটর পার্থপ্রতিম ঘোষ রায় ।

প্রশ্ন : বর্তমান পরিস্থিতিতে ভারত-চিনের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে ভারত-চিন সেনা সংঘর্ষের পর সোশাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে । অনেক জায়গায় কিছু পদক্ষেপও নজরে এসেছে । দেখা যাচ্ছে, কোথাও যেন ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে । বর্তমানে নানা জায়গায় আলোচনা চলছে । বলা হচ্ছে বয়কট বা ব্যান চায়না । যদি তা হয়, তাহলে তার কী প্রভাব পড়তে পারে?

বিবেক গুপ্তা : দেখুন এখানে দুটি বিষয় রয়েছে । একটি আবেগ । অন্যটি বাস্তব । হয়তো স্বল্প সময়ের জন্য এর প্রভাব পড়তে পারে । কিন্তু দীর্ঘ সময়ের কথা ভাবলে দেখা যায়, প্রয়োজন পড়লেই আমদানি করা হয় । সাধারণত একটি জিনিস যখন আমরা অন্য জায়গা থেকে পাই না বা সস্তায় পাওয়া যায় না, তখনই সংশ্লিষ্ট দেশ থেকে ওই পণ্য আমদানি করতে হয় । আমরা যদি বলি চিনের পণ্য বয়কট করব, তাহলে তার বিকল্প পণ্য আমদানির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে । কারণ অন্য দেশে এই পণ্যগুলির দাম চিনের থেকে দশ শতাংশ বা 20 শতাংশ বেশি । যদি ভিয়েতনাম, কম্বোডিয়া বা অস্ট্রেলিয়ার পণ্য চিনের দামে পাওয়া যেত, তাহলে ওখান থেকেই আমদানি করা যেত । আমাদের চিনের পণ্য কেনার কোনও শখ বা বিশেষ ইচ্ছে নেই । বরং পণ্যগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে সবসময় একটা সংশয় থাকে । তাছাড়া আমদানির ক্ষেত্রে আমাদের অনেক নিয়ম মানতে হয় । কিন্তু চিনের প্রস্তুতকারী সংস্থাগুলিকে এত নিয়ম মানতে হয় না । ওরা বাক্সে প্যাকিং করে পাঠিয়ে দেয় । আমরা তা নিয়ে কাজ শুরু করে দিই । চললে চলল । আর নাহলে নেই । তাই চিন থেকে আমদানি করাটাও অনেকটা সহজ ।

পণ্য বয়কট করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে । আমরা যদি পণ্য বহিষ্কার করি, ওরাও করবে । তাই আমাদের প্রস্তুত থাকতে হবে । দুর্বল হলে চলবে না । শহিদদের বলিদান আমরা ভুলব না । কোনওদিন তা বৃথা যেতে দেব না । তবে আবেগকে সরিয়ে রেখে, আমাদের ব্যবসায় নামতে হবে । এখানে বাস্তববুদ্ধির প্রয়োগ করতে হবে । যদি দেখা গেল চিন থেকে আমদানি সম্ভব নয়, তাহলে পরবর্তী বিকল্প বেছে নিতে হবে । আমাদের উৎপাদন করতে হবে । এক্ষেত্রে যথাযথ উদ্যোগ ও উৎসাহের দরকার ।

Etv ভারতের মুখোমুখি MCCI-র প্রেসিডেন্ট বিবেক গুপ্তা

প্রশ্ন : যথাযথ উদ্যোগ ও উৎসাহের কথা বলছেন । তাহলে আমরা কেন সেই উদ্যোগ নিতে পারিনি । শিল্পপতিদের কেন সেই জায়গাটা তৈরি করে দিতে পারিনি । চিন পারল । চিন তাদের বাজার অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে এসেছে । এখন সারা পৃথিবী তাকিয়ে আছে । কিন্তু, আমরা কেন পারলাম না । কোথায় গলদ রয়েছে?

বিবেক গুপ্তা : বহু বছর আগে চিনে একটি অভ্যন্তরীণ নীতি তৈরি হয় । তারা জানত, বৃহৎ জনসংখ্যার দেশ । তাই তাদের কাজ দিতে হবে । আসলে সবাই তো আর কৃষিকাজে যুক্ত নয় । তাই উদ্যোগ, উৎপাদন, ব্যবসা-বাণিজ্যেও জোর দিতে হবে । কী কী ক্ষেত্রে এই উদ্যোগ বা বিনিয়োগের প্রয়োজন রয়েছে ? তা বিশ্লেষণ করলে দেখা যাবে, চিন প্রথম পরিকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করল । রাস্তা-ঘাট, রেল, বিমানবন্দর ইত্যাদি । এদিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি । ভারতে প্রায় সাড়ে ছ'লাখ গ্রাম আছে । কিন্তু, প্রতিটি গ্রামে বিদ্যুৎ বা রাস্তা নেই । তাহলে আমি যদি কিছু উৎপদন করি, তা সরবরাহ বা বিক্রি করব কীভাবে ? রাস্তা-ঘাট, যথাযথ যোগাযোগই তো নেই । ক্রয়ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও সে দেশের প্রশাসন সাহায্য করল । কিন্তু, আমরা পারলাম না । যারা উদ্যোগপতি বা ব্যবসায়ী, তাঁদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে সেই দেশে । চিনে ঋণ নিলে সুদের হার 2 শতাংশ । সেখানে ভারতে 11 বা 12 শতাংশ । প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী 8 শতাংশ সুদের হারের কথা ঘোষণা করলেন । অথচ গাইড লাইন ইশু করার সময় লিখে দেওয়া হল 9.2 শতাংশ । তাহলে কোথায় যাব আমরা ? আমাদের কেউ সুরক্ষা দিচ্ছে না । অনেকসময় দেখা যায় ওদের তৈরি পণ্য আমাদের কাঁচামালের থেকেও সস্তা । এটা নিয়ে সরকারের ভাবনাচিন্তা করা উচিত । শিল্পংসস্থাগুলির সঙ্গে বসতে হবে । যদি এখানকার শিল্পের বিকাশ ঘটাতে হয়, তাহলে শিল্পক্ষেত্রের সমস্যাগুলি খতিয়ে দেখতে হবে ।

প্রশ্ন : কয়েকটি বিশেষ ক্ষেত্র রয়েছে, যেখানে চিনের উপর নির্ভরশীলতা অনেকটাই বেশি । সেগুলি কী কী ?

বিবেক গুপ্তা : বিশেষ ক্ষেত্র বলতে গেলে, সাধারণত ওষুধপত্র ও বৈদ্যুতিন সরঞ্জাম । তবে বিস্তারিতভাবে বলতে গেলে, পণ্যের আমদানি দুই ধরনের । একটি অত্যাবশকীয় পণ্যের আমদানি । আর একটি হল আবশ্যক নয় এমন পণ্য । যেমন LED, নানা মূর্তি । এগুলি খুব সস্তা । আবার কিছু কাঁচামাল আমদানি করা জরুরি । যেমন কয়েক ধরনের স্টিল, অ্যালুমিনিয়াম । তাই বেশ কয়েকটি ক্ষেত্রেই আমাদের চিনের উপর নির্ভর করতে হয় ।

প্রশ্ন : এখনই কয়েকটি ক্ষেত্রে পদক্ষেপ করা শুরু হয়েছে । যেমন DFCCIL চিনের একটি সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে উত্তরপ্রদেশে একটি সিগন্যালিংয়ের কাজ করছিল । সেটি বন্ধ করতে বলা হয়েছে । BSNL-কে বলা হয়েছে 4G আপগ্রেডেশনে চিনের জিনিসপত্র ব্যবহার করা যাবে না । এতে দেশের সংস্থাগুলি ছাড়াও এখানে থাকা বিদেশের নানা প্রস্তুতকারী সংস্থাও আশঙ্কায় রয়েছে । বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের কাছেও খবর গেছে । তাহলে এই বয়কটে অন্য দেশের কম্পানিগুলিরও কি ক্ষতি হবে ? এই বিষয়ে আপনার কী মতামত ।

আবেগ নয়, বাস্তববুদ্ধি দিয়ে সামগ্রিক পরিস্থিতির বিচারের পরামর্শ বিবেক গুপ্তার

বিবেক গুপ্তা : প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে । যা আমরা এখানে করব, আমাদের ব্যবসায়ীরা সংশ্লিষ্ট দেশগুলিতে সেই একই সমস্যার সম্মুখীন হবে । যদি চিনে কোনও বিপরীত পরিস্থিতি তৈরি হয়, তাহলে সমস্যা দেখা দেবে । কিন্তু, চিন যদি সত্যি সত্যি রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে কি আমাদের দেশের ফ্যাক্টরি চলবে না ? হয়তো বেশি দামে পণ্য নিতে হবে । বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে । দেখুন ঝুঁকি তো নিতেই হবে । কারণ ব্যবসা একটি চ্যালেঞ্জিং বিষয় । বিকল্পকে সঙ্গে নিয়ে চলতে হবে । হয়তো পণ্যের দাম বাড়বে । সেক্ষেত্রে অনেকক্ষেত্রে গ্রাহককে তা বহন করতে হবে ।

প্রশ্ন : মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে কী বার্তা দিতে চাইবেন ?

বিবেক গুপ্তা : সরকারকে বলব, শুধু কথা দিলে হবে না । আসলে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তার বাস্তবায়ন হয় না । কোরোনা পরিস্থিতিতে যে ব্যবসায়িক স্কিমগুলির কথা ঘোষণা করা হয়েছে, তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না । ঘোষণায় একরকম সুদের হার বলা হচ্ছে । ব্যাঙ্ক বলছে আর একরকম সুদের হার । আপনি আমাদের সঙ্গে উদ্যমে-উৎসাহে আছেন, কিন্তু খাতায় কলমে নেই । আমাদের কিছু সমস্যা রয়েছে । চাহিদা রয়েছে । সেগুলি জানেন আপনারা । সেই বিষয়গুলিকে খতিয়ে দেখতে হবে । ব্যবসা তো দানছত্রের জায়গা নয় । সেক্ষেত্রে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে । আমাদের প্রস্তাব, যা বলা হচ্ছে, তা যেন খাতায় কলমেও থাকে । পাশাপাশি বন্দরগুলিতে আমদানি ও রপ্তানিতে পরিবহনে যে খরচ হয়, তা যেন কমানো হয় । পরিকাঠামোগত খরচ কমাতে হবে । এক্ষেত্রে ইউনিট প্রতি বিদ্যুতের খরচও কমাতে হবে । এখানে ইউনিট প্রতি 8 টাকা । চিনে তা 2 টাকা । আমাদের এখানে পরিবহনে 2 টাকা, 3 টাকা প্রতি কিলোমিটার পড়ে যায় । যেখানে চিনে পয়সাতেই পরিবহনের খরচ চলে । এগুলি নিয়ে সরকার যেন পদক্ষেপ করে ।

Last Updated : Jun 27, 2020, 3:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details