দিল্লি,12 এপ্রিল : 81 কোটি রেশন গ্রাহকদের 9 মাস খাওয়ানোর মতো খাদ্যশস্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে । আজ একথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান । সঙ্গে আত্মবিশ্বাসের সুরে বলেন, গমের প্রচুর উৎপাদনের ফলে আরও দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত শস্য মজুত করা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেই আরও দু'সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী । যদিও কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । তবে তাঁর সঙ্গে বৈঠকের পরই পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্য 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে । রামবিলাস পাসওয়ান বলেন, এই সংকটের সময় প্রচুর পরিমাণে খাদ্যশস্য বিতরণ লাইফলাইন হিসেবে দেখা দিয়েছে । দরিদ্রদের সময়মতো রেশন সামগ্রী সরবরাহও করা হবে ।