আগ্রা,14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব এবং সামাজিক কর্মী ও শিশু বিশেষজ্ঞ কাফিল খান । শনিবারে সাধারণ মানুষের কাছে তাঁরা আবেদন করে বলেন, "আমরা এই বিলটি বাতিল করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব । "
যোগেন্দ্র যাদব বলেন,এই প্রথম স্বাধীন ভারতে এই প্রথম নাগরিকদের ধর্মের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তিনি বলেন, "নাগরিকত্ব বিল পাশ হওয়ার আগ পর্যন্ত আমরা ধর্মনিরপেক্ষ ভারতে বাস করতাম, কিন্তু বিলটি পাশ হওয়ার পরে এখন বলা মুশকিল। আমরা আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আর গর্ব অনুভব করতে পারি না,"
এই প্রসঙ্গে কাফিল খান বলেছিলেন যে এই বিলটি পাশ হওয়ার কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। "এই বিলটি মুসলমানদের ভয় দেখানোর জন্য তৈরি করা হচ্ছে তবে আমরা মুসলমানরা ভয় পাই না।" খান আবেদন করেছিলেন: "আমি, ডাঃ খান ভারতের জনগণকে বলতে চাই যে আপনারা সমস্ত নথি সম্পূর্ণ রাখুন । এই দেশটি আমাদের এবং ভবিষ্যতেও আমাদের হবে।"
কাফিল খান বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে (সংশোধনী) বিল নিয়ে এসেছেন তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের গঠনতন্ত্র গ্রহণ করেননি। তিনি বলেন,"তাদের(BJP) উদ্দেশ্য দেশকে বিভক্ত করা। আপনারা সবাইকে একসঙ্গে এই যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে,"
নাগরিকত্ব সংশোধন আইনটি দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করেছে কারণ এটি ছয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, জোরাষ্ট্রীয় এবং খ্রিস্টান যারা পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে 31 ডিসেম্বর, 2014 এর আগে ভারতে এসেছিল তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে ।