দিল্লি, 14 ফেব্রুয়ারি : অর্থনৈতিক বিশেষজ্ঞ ও শিল্পপতিদের বাজেট সংক্রান্ত সবরকম প্রস্তাবই বিবেচনা করা হবে ৷ 2020-2021 অর্থবর্ষের সাধারণ বাজেটের প্রস্তাব সংক্রান্ত সংশোধন নিয়ে আজ এই কথাই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
নীতি আয়োগ কর্তৃক আয়োজিত বাজেট সংক্রান্ত এক আলোচনামূলক অনুষ্ঠানে এসে অর্থমন্ত্রী বলেন, "বাজেট সংক্রান্ত প্রস্তাবের কোনও পরিবর্তনের সময়ে আমরা আপনাদের সকলের থেকে সবরকম পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত ৷"
পাশাপাশি বাজেট সংক্রান্ত ঘোষণার পর থেকেই কারেন্সি, বন্ড, ইকুয়িটি-সহ অন্যান্য বাজারেও ভালো প্রভাব পড়েছে বলে আজকের অনুষ্ঠান থেকে জানান অর্থমন্ত্রী ৷ তিনি বলেন, "এই বাজেটের তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে ভালো প্রভাব পড়েছে ৷ বন্ডের বর্তমান অবস্থাও ইতিবাচক ৷ " আরও বলেন, "যদি আরও কিছু পরিবর্তন আনতে হয় আমরা তার জন্যও প্রস্তুত ৷