হায়দরাবাদ, 11 জুলাই : ধনী হয়ে অবসর নেওয়াটা মুখের কথা নয় ৷ খুব কম মানুষই রয়েছেন যাঁরা মাত্র 35 বছর বয়সেই অবসর নিয়ে নিয়েছেন ৷ আবার কেউ 65 বছরে এসেও জীবনযুদ্ধের সংগ্রাম চালিয়ে যান ৷ ধনী হয়ে অবসর নেওয়ার জন্য আপনার ছয় বা সাত অঙ্কের মাসহারা দরকার নেই ৷ দরকার শুধুমাত্র সঠিক পরিকল্পনা ৷ আর প্রয়োজন একটি শৃঙ্খলাবন্ধ জীবন, যা আপনাকে আপনার পরিকল্পনামাফিক চলতে সাহায্য করবে ৷ আপনিও যদি ধনী হয়ে অবসর নিতে চান, তবে জেনে নিন কী কী করতে হবে ৷
নিজের আয় না দেখেই স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন
যদি আপনি আপনার মাসিক আয় বাড়ানোর দিকে নজর না দেন, তবে অবসরের পরে কিন্তু আপনাকে দরিদ্রের মতোই দিন কাটাতে হবে ৷ যদি আপনি আপনার মনের মতো কাজ না পান, তখনও আপনার আয় কীভাবে দ্বিগুণ করতে পারবেন, সেবিষয়ে ভাবতে হবে ৷
নিজের আয়ের কথা না ভেবেই স্রোতে গা ভাসিয়ে দিলে আপনার আর্থিক সমস্যা নিশ্চিত ৷ ধনবান হয়ে বাঁচতে গেলে আগে আপনাকে নিজের আয় বাড়ানোর দিকে অবশ্যই নজর দিতে হবে ৷
নিয়মিত সঞ্চয় করছেন না
নিয়মিত সঞ্চয়ের অভ্যেস না থাকলে আপনি কোনওদিনই ধনী হতে পারবেন না ৷ ভালো অবসর যাপনের প্রথম পথই হল নিয়মিত সঞ্চয় ৷ যদি আপনার অবসরের তহবিলে কিছু টাকা সঞ্চয় না করেন তবে আপনার অবসর পরবর্তী যাবতীয় পরিকল্পনা বৃথা ৷
ফোনের বিল, বাইরে খাওয়া দাওয়া, খাবারের হোম ডেলিভারি, এই ধরনের দিকগুলির দিকে একটু নজর দিলেই আপনার সঞ্চয় বাড়বে ৷ পাশাপাশি, দ্বিতীয় কোনও চাকরিরও খোঁজ করতে পারেন ৷