পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

40 হাজার কোটি টাকা সরানোর জন্য কি 80 ঘণ্টার মুখ্যমন্ত্রীত্ব ?

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘন্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের শীর্ষে অনন্ত কুমার হেগড়ে ।

Devendra Fadnavis
দেবেন্দ্র ফড়নবিশ

By

Published : Dec 2, 2019, 11:25 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠনের জট কেটেছে । স্বাভাবিক ছন্দে ফিরছে মারাঠা রাজনীতি । কিন্তু এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন BJP নেতা অনন্ত কুমার হেগড়ে । দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ না কি আসলে নাটক ছিল । এই দাবি করেছেন ওই BJP নেতা । 40 হাজার কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ রক্ষার জন্যই না কি শপথগ্রহণের নাটক করেছিল BJP । আজ ইয়াল্লাপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে । স্বভাবতই তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে BJP ।

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘণ্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন । ইয়াল্লাপুরের উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়ে হেগড়ে বলেন, "মাত্র 80 ঘণ্টার জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল BJP । এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ । কেন আমাদের এই নাটক করতে হল ? আমরা কি গোটা পরিস্থিতিটা জানতাম না ? সংখ্যাগরিষ্ঠতা নেই জেনেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ? কেন দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হলেন? এ প্রশ্নটা আজকাল সবাই জিজ্ঞাসা করে । আসলে এটা করা হয়েছিল কেন্দ্রের পাঠানো 40 হাজার কোটি টাকা রক্ষার জন্য । "

আরও পড়ুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

তারপর হেগড়ে বলেন, "যদি NCP-কংগ্রেস-সেনা জোট ক্ষমতায় আসে তবে ওই বিশাল অঙ্কের টাকা সঠিকভাবে ব্যবহার নাও হতে পারত । তাই ওই টাকা অন্যত্র সরানোর দরকার ছিল । কিন্তু এজন্য প্রয়োজন হয় ব্যাপক নাটকীয়তার । এই কারণেই রাতারাতি শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিশ । শপথ গ্রহণের মাত্র 15 ঘণ্টার মধ্যেই ফড়নবিশ ওই 40 হাজার কোটি টাকা কেন্দ্রকে ফিরিয়ে দেন । "

এদিকে অনন্ত কুমার হেগড়ের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ । তিনি সাফ জানিয়ে দেন, "এই ধরণের কোনও ঘটনা ঘটেনি । আমি যতক্ষণ কার্যালয়ে ছিলাম ততক্ষণ এই ধরণের কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি । অর্থ দপ্তর চাইলে এই বিষয়ে তদন্ত করে দেখতে পারে । "

কর্ণাটকের BJP নেতার মন্তব্যকে খুব বেশি গ্রহণযোগ্য বলে মনে করছেন না শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও । তিনি টুইট করেন, '80 ঘণ্টার মুখ্যমন্ত্রী যদি সত্যিই মহারাষ্ট্র থেকে 40 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে তা মহারাষ্ট্রের প্রতি বিশ্বাসঘাতকতা ছিল ।' NCP-র তরফে নবাব মালিকও উড়িয়ে দিয়েছেন অনন্ত কুমার হেগড়ের মন্তব্য । তিনি বলেন, "এটা কখনও সম্ভব নয় । যদি BJP এটা করে থাকে তবে সেটা ওদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details