দিল্লি, 2 ডিসেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠনের জট কেটেছে । স্বাভাবিক ছন্দে ফিরছে মারাঠা রাজনীতি । কিন্তু এরই মাঝে বেফাঁস মন্তব্য করে বসলেন BJP নেতা অনন্ত কুমার হেগড়ে । দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ না কি আসলে নাটক ছিল । এই দাবি করেছেন ওই BJP নেতা । 40 হাজার কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ রক্ষার জন্যই না কি শপথগ্রহণের নাটক করেছিল BJP । আজ ইয়াল্লাপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অনন্ত কুমার হেগড়ে । স্বভাবতই তাঁর এই বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে BJP ।
এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের এই BJP নেতা । এবার মহারাষ্ট্রে 80 ঘণ্টার BJP সরকারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন । ইয়াল্লাপুরের উত্তর কন্নড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে গিয়ে হেগড়ে বলেন, "মাত্র 80 ঘণ্টার জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল BJP । এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ । কেন আমাদের এই নাটক করতে হল ? আমরা কি গোটা পরিস্থিতিটা জানতাম না ? সংখ্যাগরিষ্ঠতা নেই জেনেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ? কেন দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হলেন? এ প্রশ্নটা আজকাল সবাই জিজ্ঞাসা করে । আসলে এটা করা হয়েছিল কেন্দ্রের পাঠানো 40 হাজার কোটি টাকা রক্ষার জন্য । "
আরও পড়ুন : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার