পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক্ষুনি হোয়াটসঅ্যাপ আপডেট করুন

NSO গ্রুপ নামে ইজ়রায়েলের একটি ফার্ম হোয়াটসঅ্যাপ BUG-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোন (অ্যানড্রয়েড হোক বা iPhone) থেকে ব্যক্তিগত ফাইল অ্যাকসেস করতে পারছে।

ছবি সৌজন্যে: PIXABAY

By

Published : May 14, 2019, 9:36 PM IST

Updated : May 14, 2019, 11:28 PM IST

দিল্লি, 14 মে : 2014 তে ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে । তারপর থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মনে প্রশ্ন ছিল অ্যাপটি ব্যবহার করা কতটা নিরাপদ? তাদের গোপন মেসেজ অজান্তেই অন্য কারও হাতে পৌঁছে যাচ্ছে না তো ?

সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে । হোয়াটসঅ্যাপ BUG ব্যবহার করে স্মার্টফোনের সমস্ত নথি না কি অন্যের কাছে চলে হচ্ছে । NSO গ্রুপ নামে ইজ়রায়েলের একটি ফার্ম হোয়াটসঅ্যাপ BUG-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোন (অ্যানড্রয়েড হোক বা iPhone) থেকে ব্যক্তিগত ফাইল অ্যাকসেস করতে পারছে ।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করলে এই সমস্যা হবে না। পাশাপাশি মোবাইল অপারেটিং সিস্টেমও আপ টু ডেট রাখা উচিত । হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, ফোন থেকে তথ্য চুরি করছে সরকারকে স্পাইওয়্যার সরবরাহকারী কোনও বেসরকারি সংস্থা। তবে এক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক অ্যাপ ব্যবহারকারীকেই টার্গেট করা হচ্ছে ।

কিন্তু BUG মানে কী ?

BUG অর্থাৎ ছারপোকা । কিন্তু কম্পিউটার বিজ্ঞানে BUG বলতে মূলত সফটওয়্যার প্রোগ্রামিং-এ কোনও ত্রুটিকে বোঝানো হয় ।

কী এই হোয়াটসঅ্যাপ BUG ?

এটি একটি বিশেষ ধরনের BUG যার সাহায্যে একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে স্মার্টফোনে থাকা সমস্ত তথ্য চুরি করা সম্ভব। হোয়াটসঅ্যাপ কলটি যদি রিসিভ না-ও করা হয় তাহলেও ফোনে থাকা গোপন তথ্য চুরি যেতে পারে ।

কীভাবে বিষয়টি প্রকাশ্যে আসে ?

লণ্ডনের এক আইনজীবী NSO গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তারা এমন কিছু টুলস তৈরি করে যা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ফোন হ্যাক করতে পারে । তাঁর সন্দেহ হয় যখন একটি নরওয়েজিয়ান নম্বর থেকে অসময়ে তাঁর কাছে একটি হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল আসে । এর পর তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজ়েন ল্যাবের সঙ্গে যোগাযোগ করেন । এই ল্যাবই NSO গ্রুপের এই প্রোডাক্টটি কী তা স্পষ্ট করে ।

এর পর স্পাইওয়্যারটি নিয়ে গবেষণা করতে গিয়ে হোয়াটসঅ্যাপের ইঞ্জিনিয়ররা তাঁদের সিস্টেমে একটি অস্বাভাবিক ভয়েস কলিং অ্যাক্টিভিটি লক্ষ্য করেন । এরপরই হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলিকে এই সাইবার থ্রেট সম্পর্কে সতর্ক করা হয় । সেইসঙ্গে জানানো হয় মূলত আইনজীবীদেরই টার্গেট করা হচ্ছে ।

NSO-র বক্তব্য : তারা মূলত তাদের প্রোডাক্ট সরকারি এজেন্সিগুলিকেই বিক্রি করে । তারা তাদের প্রোডাক্ট মূলত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও সেই সংক্রান্ত তদন্তের কাজের জন্যই বিক্রি করে । সোমবার একটি বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা তাদের প্রোডাক্টের অপব্যবহারের সম্ভাবনা সংক্রান্ত অভিযোগের তদন্ত করবে ।

আপাতত হোয়াটসঅ্যাপ ব্যবহারীরা অ্যাপটির লেটেস্ট ভার্সন ফোনে ইনস্টল করুন। সেইসঙ্গে ফোনের অপারেটিং সিস্টেমটিকেও আপ টু ডেট রাখুন ।

Last Updated : May 14, 2019, 11:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details