পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ি ফিরতে ২০০ কিমির বেশি হাঁটল, পথেই মৃত্যু ডেলিভারি বয়ের - পথেই মৃত্যু ডেলিভারি বয়ের

রণবীর সিং । বাড়ি মধ্যপ্রদেশের মোরেনায় । দিল্লিতে ডেলিভারি বয়ের কাজ করতেন। লকডাউনের জেরে হেঁটে বাড়ি ফিরতে চেয়েছিলেন । আগরার কাছে হাইওয়েতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল ।

ছবি

By

Published : Mar 29, 2020, 7:48 PM IST

আগরা, 29 মার্চ : লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে অনেকে । সবাই বাড়ি ফেরার চেষ্টায় । কেউ অনাহারে ভুগছে । কারও গলায় আতঙ্ক স্পষ্ট । ইচ্ছে একবার পরিবারের সঙ্গে দেখা করার । সেও ফিরতে চেয়েছিল বাড়ি । দেখা করতে চেয়েছিল পরিবারের লোকজনের সঙ্গে । পায়ে হেঁটে 200 কিমি পথ অতিক্রম করেছিল । কিন্তু অধরা থেকে গেল গন্তব্য । আর বাড়ি ফেরা হল না । আগরার কাছে হাইওয়েতে মৃত্যু হল ব্যক্তির । নাম রণবীর সিং(38) । বাড়ি মধ্যপ্রদেশের মোরেনায় ।

মধ্যপ্রদেশের রণবীর দিল্লিতে ডেলিভারি বয়ের কাজ করতেন । সম্প্রতি লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েছেন তিনি। কাজ বন্ধ । টাকাও ফুরোচ্ছে । থাকার জায়গারও নিশ্চয়তা নেই । এদিকে বাড়ি ফেরার প্রবল ইচ্ছে । সহকর্মীদের অনেকেই প্রায় 100 কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফেরার জন্য মরিয়া । শেষমেশ হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন রণবীর । আর আবেগের বশে নেওয়া সিদ্ধান্তই কাল হল । দিল্লি থেকে মধ্যপ্রদেশের মোরেনায় বাড়ির দূরত্ব 326 কিমি । পায়ে হেঁটে বাড়ি পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েন । তখনও 80 কিলোমিটার বাকি ছিল । আগরার কাছে হাইওয়েতে অসুস্থ বোধ করেন । আর এগোতে পারেননি । হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আগরার এক দোকানদার বলেন, রাস্তায় তাঁকে অসুস্থ দেখে চা-বিস্কুট দিয়েছিলাম । কিন্তু হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন । পরে মারা যান ।

উল্লেখ্য,গতকালই শ্রমিকদের রাজ্যে ফেরানোর চেষ্টায় দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার বাসের ব্যবস্থা করেছে । কিন্তু গতকাল সন্ধ্যায় দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবিটা আবারও কোথাও প্রশাসনিক তৎপরতার অভাব ও সাধারণের সচেতনতাকে কটাক্ষ করল ।

ABOUT THE AUTHOR

...view details