মুম্বই ও চণ্ডীগড়, 21 অক্টোবর : হরিয়ানা ও মহারাষ্ট্রে চলছে ভোটগ্রহণ । সকাল 7টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয় । হরিয়ানার 90টি ও মহারাষ্ট্রের 288 টি আসনের ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ ।
পাশাপাশি 17 টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 51 টি বিধানসভা আসন ও দু'টি লোকসভা আসনে চলছে উপনির্বাচন । এর মধ্যে উত্তরপ্রদেশে 11টি, গুজরাতে 6টি, বিহারে 5টি, অসমে 4টি, হিমাচলপ্রদেশে 2টি, তামিলনাড়ুতে 2টি, পঞ্জাবে 4টি, কেরালায় 5টি, সিকিমে 3টি, রাজস্থানে 2টি, অরুণাচলপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 1টি, ওড়িশা 1টি, ছত্তিশগড়ে 1টি, মেঘালয়ে 1টি এবং তেলাঙ্গানার 1টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ৷ আর আজ উপনির্বাচন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসনে ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনে আজ উপনির্বাচন হচ্ছে ৷
মহারাষ্ট্রে একদিকে NCP ও কংগ্রেস জোট । অন্যদিকে শিবসেনা ও BJP জোট । 2014-য় যে সংখ্যাগরিষ্ঠতায় দেবেন্দ্র ফড়নবিশ ক্ষমতায় এসেছিলেন, এবারও শিবসেনার সঙ্গতে নিজের গদি বাঁচিয়ে রাখতে পারেন কি না সেটাই দেখার ।