- সন্ধে 6 টা পর্যন্ত ভোট পড়েছে 56.12 শতাংশ ।
বিহার নির্বাচন : সন্ধে 6 টা পর্যন্ত ভোট পড়েছে 56.12 শতাংশ - বিহার বিধানসভা ভোট
आज बिहार विधानसभा चुनाव के आखिरी चरण का मतदान है. राज्य के 15 जिलों के 78 सीटों पर मतदाता अपने मताधिकार का प्रयोग करेंगे. 1204 उम्मीदवारों के भाग्य का फैसला ईवीएम में कैद हो जाएगा.
18:44 November 07
আজ বিহারে বিধানসভা নির্বাচনের শেষ দফা ৷ রাজ্যের 15 জেলার 78 টি আসনে ভোটাররা মতদান করছেন ৷ তৃতীয় দফায় 1 হাজার 204 জন প্রার্থী ভোটের ময়দানে নেমেছেন ।
17:47 November 07
- বিহারে বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়েছে 54.06 শতাংশ ।
15:31 November 07
- দুপুর 3 টে পর্যন্ত 45.85 শতাংশ ভোট পড়েছে বিহারে ।
15:13 November 07
- সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছে মুজফফরপুরে । 40.15 শতাংশ ভোট পড়েছে সেখানে ।
13:36 November 07
দুপুর 1টা পর্যন্ত 34.82 শতাংশ ভোট পড়েছে ৷
13:07 November 07
বিহারে ভোট চালাকালীন উত্তেজনা ৷ পূর্ণিয়াতে শূন্যে গুলি ৷ কাঠিহারে লাঠিচার্জ করা হয়েছে ৷
11:30 November 07
সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 19.74 শতাংশ
11:06 November 07
সকাল 9টা অবধি ভোট পড়েছে 7.69 শতাংশ ৷
10:55 November 07
সকাল 9টা অবধি আরারিয়া জেলায় ভোট পড়েছে 10.67 শতাংশ ৷
10:49 November 07
মধেপুরায় ভোট দিলেন লোকতান্ত্রিক জনতা দল (LJD) এর চিফ শারদ যাদবের মেয়ে শুভাষিনী রাজ রাও ৷ তিনি বিহারীগঞ্জ থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন ৷
09:41 November 07
বিহার বিধানসভার তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটদান নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, " আজ বিহারে তৃতীয় তথার চূড়ান্ত দফার ভোটদান ৷ আমি অনুরোধ করছি সব ভোটদাতাদের যাতে তাঁরা প্রত্যেকে গণতন্ত্রের এই পবিত্র উৎসবে সামিল হয়ে নতুন রেকর্ড গড়ে তোলেন ৷ তবে , মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলাও কাম্য ৷"
08:12 November 07
তৃতীয় দফার নির্বাচনই নিশ্চিত করবে নীতীশ কুমার আর কোনওদিন মুখ্যমন্ত্রী হবেন না : চিরাগ পাসওয়ান
07:59 November 07
সকাল 8টা পর্যন্ত 3.9 শতাংশ ভোট পড়েছে ৷
07:38 November 07
সকাল 7টা থেকে 33 হাজার 782 ভোটকেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বসানো হয়েছে EVM মেশিন ও VVPAT ৷ মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী ৷
07:27 November 07
তৃতীয় দফার বিধানসভা ভোটের পাশাপাশি পশ্চিম চম্পারণে চলছে লোকসভা নির্বাচনও ৷ সেখানে JD(U) সাংসদ বৈদ্যনাথ মাহাত মারা যাওয়ায় উপনির্বাচন চলেছে ৷
06:43 November 07
বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরু হয়েছে ৷