পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

979 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ, রাজ্যে 8 টি আসনে ভোট - election of 6th phase

এরাজ্যে 8 টি আসনে 83 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । 83 জন প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন মহিলা । কোটিপতি 16 জন ।

ফাইল ছবি

By

Published : May 12, 2019, 3:35 AM IST

Updated : May 12, 2019, 4:27 AM IST

দিল্লি ও কলকাতা, 12 মে : আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ । প্রায় 10 কোটিরও বেশি ভোটার 979 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন । সাতটি রাজ্যের 59 টি আসনে হবে ভোট । পশ্চিমবঙ্গে 8 টি আসনে 83 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । 83 জন প্রার্থীর মধ্যে রয়েছেন দুইজন মহিলা । কোটিপতি 16 জন ।

একনজরে কোন কোন রাজ্যে ভোট - বিহার (8 টি আসন), হরিয়ানা (10 টি আসন), ঝাড়খণ্ড (4 টি আসন), মধ্যপ্রদেশ (8 টি আসন), উত্তরপ্রদেশ (14 টি আসন), পশ্চিমবঙ্গ (8 টি আসন) ও দিল্লি-NCR(7 টি আসন)।

979 জনের মধ্যে অখিলেশ যাদব, গৌতম গম্ভীর, মেনকা গান্ধি, দিগ্বিজয় সিং, শীলা দীক্ষিত, বিজেন্দ্র সিং, হংস রাজ হংস, কীর্তি আজ়াদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপক অধিকারী (দেব)-দের মতো প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ ।

একনজরে পশ্চিমবঙ্গের 8টি আসন ও প্রার্থীতালিকা -

তমলুক - দিব্যেন্দু অধিকারী (তৃণমূল), সিদ্ধার্থ নস্কর (BJP), শেখ ইব্রাহিম আলি (CPIM), লক্ষ্মণ শেঠ (কংগ্রেস)

কাঁথি- শিশির অধিকারী (তৃণমূল), দেবাশিস সামন্ত (BJP), দীপক কুমার দাস (কংগ্রেস), পরিতোষ পট্টনায়ক (CPIM)

ঘাটাল - দীপক অধিকারী (তৃণমূল), ভারতী ঘোষ (BJP), তপন গাঙ্গুলি (বামফ্রন্ট), খান্দেকর মহম্মদ সফিউল্লাহ (কংগ্রেস)

ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন (তৃণমূল কংগ্রেস), কুনার হেমব্রম (BJP), যোগেশ্বর হেমব্রম (কংগ্রেস), দেবলীনা হেমব্রম (CPIM)

মেদিনীপুর - মানস ভুইঞাঁ (তৃণমূল কংগ্রেস), দিলীপ ঘোষ (BJP), শম্ভুনাথ চট্টোপাধ্যায় (কংগ্রেস), বিপ্লব ভট্ট (CPI)

পুরুলিয়া - মৃগাঙ্ক মাহাত (তৃণমূল কংগ্রেস), জ্যোতির্ময় সিং মাহাত (BJP), বীর সিং মাহাত (ফরওয়ার্ড ব্লক), নেপাল মাহাত (কংগ্রেস)

বাঁকুড়া- সুব্রত মুখার্জি (তৃণমূল কংগ্রেস), সুভাষ সরকার (BJP), অমিয় পাত্র (CPIM)

বিষ্ণুপুর - শ্যামল সাঁতরা (তৃণমূল কংগ্রেস), সৌমিত্র খাঁ (BJP), সুনীল খান (CPIM), নারায়ণ চন্দ্র খান (কংগ্রেস)

Last Updated : May 12, 2019, 4:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details