পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুুখ ফসকে "হাত" চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জ্যোতিরাদিত্যের - বিজেপি

ধাবরায় প্রচারে গিয়ে বলেন, " হাত তুলে শিবরাজ সিংজি (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ) এবং আমাকে আশ্বস্ত করুন যে 3 তারিখ (নভেম্বর) আপনারা হাত চিহ্নে ভোট দেবেন ৷ "

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

By

Published : Nov 1, 2020, 5:30 PM IST

Updated : Nov 1, 2020, 8:00 PM IST

দিল্লি, 1 নভেম্বর : কথায় আছে, "স্বভাব যায় না মলে ৷" সম্প্রতি ভুলবশত সেটাই প্রমাণ করলেন BJP নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ চলতি বছরের মার্চে শিবির পরিবর্তন করেছেন ৷ কিন্তু গতকাল ধাবরায় BJP-র হয়ে প্রচারে গিয়ে মুখ ফসকে কংগ্রেসের হয়ে ভোট চেয়ে বসলেন তিনি ৷

BJP নেত্রী ইমারতি দেবীর হয়ে ধাবরায় প্রচারে গিয়ে জনগণের উদ্দেশে বলেন, " হাত তুলে শিবরাজ সিংজি (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ) এবং আমাকে আশ্বস্ত করুন যে 3 তারিখ (নভেম্বর) আপনারা হাত চিহ্নে ভোট দেবেন ৷ " উল্লেখ্য "হাত" কংগ্রেসের নির্বাচনী প্রতীক ৷ যদিও ক্ষণিকের মধ্যেই তিনি তাঁর ভুল শুধরে নেন ৷ বলেন, "আপনারা নিশ্চিত করুন যে 3 তারিখ পদ্মফুল চিহ্নের পাশের বোতাম টিপবেন ৷ কংগ্রেসকে আমরা এখান থেকে তাড়াব ৷ "

মুুখ ফসকে "হাত" চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জ্যোতিরাদিত্যের

সিন্ধিয়ার "ভুল"-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এক মুহূর্তও দেরি করেনি কংগ্রেস ৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে তাদের টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়, "মধ্যপ্রদেশের জনতা আপনাকে (জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ) আশ্বস্ত করছে যে তিন তারিখ তাঁরা হাত চিহ্নের পাশে থাকা বোতামই প্রেস করবেন ৷ "

Last Updated : Nov 1, 2020, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details