বিশাখাপটনম, 7 মে : এখনও পর্যন্ত বিশাখাপটনমে গ্যাস লিক করে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে । প্রায় পাঁচ হাজারের কাছাকাছি মানুষ অসুস্থ । বিশাখাপটনমের LG পলিমার্সের কারখানা থেকে আজ সকালে ছড়িয়ে পড়ে বিষাক্ত স্টাইরিন গ্যাস । অসুস্থ ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
বিশাখাপটনমের এই দৃশ্য মনে করায় 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা । 1984 সালের 2-3 ডিসেম্বরের রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে ছড়িয়ে পড়ে মিথাইল আইসোসায়ানাইট । দুর্ঘটনায় প্রায় 40 টন গ্যাস ছড়িয়ে পড়েছিল ।
এই LG পলিমার্সের কারখানার মালিক কারা?
LG পলিমার্স ইন্ডিয়া কারখানাটির মালিকানা রয়েছে দক্ষিণ কোরিয়ার LG কেমিকেলস নামক এক বহুজাতিক সংস্থার । ভারতে সংস্থাটির প্রধান কার্যালয় মুম্বইয়ে । বিশাখাপটনম, মুম্বই ছাড়াও সংস্থাটির আঞ্চলিক দপ্তর রয়েছে বিজয়ওয়াড়া, গুরুগ্রাম, চেন্নাই, কলকাতা ও পুণেতে ।
1961 সালে সংস্থাটি তৈরি হয়েছিল হিন্দুস্তান পলিমার্স নামে । মূলত পলিস্টাইরিন ও অন্যন্য কো-পলিমার বানানোর কাজ হত বিশাখাপটনমে । পরে 1978 সালে UB গ্রুপের ম্যাকডোয়েল অ্যান্ড কোং লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধে ।
এদিকে দক্ষিণ কোরিয়ার LG কেমিকেলের নজরে আসে ভারতের বাজারে বাড়তে থাকা চাহিদা । আগ্রহী হয় ভারতে ব্যবসা করতে । সেই থেকেই 1997 সালে UB গ্রুপের থেকে হিন্দুস্তান পলিমার্সকে কিনে নেয় LG কেমিকেলস । হিন্দুস্তান পলিমার্সের নাম বদলে হয় LG পলিমার্স ।
LG পলিমার্সের মতে, এটাই ভারতের অন্যতম বড় পলিস্টাইরিন প্রস্তুতকারক সংস্থা ।
কী এই পলিমার ?
পলিমার হল একধরনের আনবিক গঠন । একাধিক ছোটো ছোটো অণু রাসায়নিক বিক্রিয়ায় পরপর যুক্ত হয়ে এক দীর্ঘ শৃঙ্খলযুক্ত অণু তৈরি করে । এই দীর্ঘ শৃঙ্খলযুক্ত অণুটিই হল পলিমার । প্লাস্টিক বা রেজ়িন, এই সবই হল একধরনের পলিমার । পলিমার শুধু যে প্লাস্টিক ও অন্যান্য মিশ্রণ শিল্পে ব্যবহার করা হয় তা নয়, ঘরোয়া সামগ্রী, জামাকাপড়, খেলনা এমনকী বাড়ি তৈরির কাজেও ব্যবহার হয় এই পলিমার ।