পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিসার মেয়াদ বাড়াচ্ছে ব্রিটেন - আফগানিস্তান

কোরোনা ভাইরাসের জেরে ভারতে আটকে পড়া বিদেশি নাগরিক ও অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই বিষয়ে লিখেছেন স্মিতা শর্মা ৷

Visa Extensions
ভিসার মেয়াদ

By

Published : Mar 26, 2020, 8:14 AM IST

দিল্লি, 26 মার্চ : কোরোনা ভাইরাস প্যানডেমিকের জেরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইংল্যান্ডে ভারতীয়-সহ যে সমস্ত বিদেশিরা আটকে রয়েছেন, এটি তাঁদের জন্য স্বস্তির খবর । যে সমস্ত বিদেশি নাগরিকদের ইংল্যান্ডে থাকার জন্য ভিসার মেয়াদ ২৪ জানুয়ারির পর শেষ হয়ে গিয়েছে, তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রকে ইমেল করতে পারবেন । তাঁদের ভিসার মেয়াদ এই বছর 31 মে পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিশ্বব্যাপী লক ডাউন এবং যাতায়াতের বিধিনিষেধের জেরে যাঁরা বাড়ি ফিরতে পারেননি, এটা তাঁদের জন্য অত্যন্ত খুশির খবর । যাঁরা এর আওতার মধ্যে পড়ছেন, তাঁদের প্রত্যেককে CIH@homeoffice.gov.uk তে ইমেল করতে বলা হয়েছে । ওই ইমেলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাকার কারণ, নাম এবং পুরোনো ভিসার রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে । আরও তথ্যের জন্য সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটি বিনামূল্যের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । ওই হেল্পলাইন নম্বরটি হল- 08006781767 ।

ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল বলেন, "ইংল্যান্ড মানুষের ভালো থাকা ও স্বাস্থ্যের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কাউকেই শাস্তি দেওয়া হবে না । ভিসার মেয়াদ বাড়িয়ে আমরা তাঁদের নিশ্চিন্তে দিন কাটাতে সাহায্য করছি এবং গুরুত্বপূর্ণ পরিষেবায় যুক্ত ব্যক্তিরা যাতে কাজ বজায় যাতে রাখতে পারেন, সেই সুযোগ দিচ্ছি ।"

যদি প্রয়োজন পড়ে তাহলে এই মেয়াদ আরও বৃদ্ধির বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলে আধিকারিকরা আশ্বাস দিয়েছেন । এর জন্য সাময়িক ভাবে দেশের অভ্যন্তরীণ পরিকাঠামোতেও পরিবর্তন করা হবে । কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডে থাকা ও বাঁচার জন্য কোনও ব্যক্তিকে কাজ করতে হয়, তাহলে তাঁরা তাঁদের ভিসা টায়ার-4 (ছাত্র) থেকে টায়ার-2 (সাধারণ কর্মী) তে বদলে ফেলতে পারেন ।

ভারতে নিযুক্ত কার্যনির্বাহী হাই কমিশনার জ্যাম থমসনের মতে এই সিদ্ধান্তে ইংল্যান্ডে আটকে থাকা অনেক ভারতীয়কে স্বস্তি দেবে । তিনি বলেন, "আমি জানি যাঁরা বাড়ি ফিরতে পারছেন না, তাঁদের কাছে এই পরিস্থিতি ঠিক কতটা যন্ত্রণার । এই ঘোষণায় আশা করছি ইংল্যান্ডে আটকে থাকা অনেক ভারতীয়ই স্বস্তি পাবেন । পাশাপাশি ভারতে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সাহায্য করার জন্য আমি এবং আমার সহকর্মীরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি ।"

উলটোদিকে একই ভাবে ভারতের তরফেও ঘোষণা করা হয়েছে যে এই দেশে যে সমস্ত বিদেশিরা আটকে পড়েছেন, তাঁদের ভিসার মেয়াদ 15 এপ্রিল পর্যন্ত বাড়ানো হবে । ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বিদেশি নাগরিকদের ফরেন রেজিস্ট্রেশন অফিসে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে । ভারত 17 মার্চ থেকে 37 টি দেশের নাগরিকদের এই দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং ২২ মার্চ থেকে সমস্ত বাণিজ্যিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে ।

বিদেশি দূতাবাসগুলি নাগরিকদের দেশে ফিরতে সাহায্য করছে:

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, আফগানিস্তান এবং রাশিয়া-সহ ইংল্যান্ডও ভারতে আটকে পড়া তাঁদের নাগরিকদের দেশে ফেরানোর কাজ করছে । ব্রিটিশ হাইকমিশন তাঁদের নাগরিকদের কাছে জানতে চেয়েছে তাঁরা ফিরতে চায় কি না এবং পরামর্শ দিয়েছে ব্রিটেনের জন্য বাণিজ্যিক বিমান পরিষেবা চালু হওয়ার জন্য অপেক্ষা করবে কি না ।

ভারতে অবস্থিত জার্মান দূতাবাস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রেখে সারাদিন কাজ করছে পরিস্থিতি মোকাবিলায় ৷ ভারত সরকারের সহযোগিতায় এই দেশে আটকে পড়া পর্যটকদের জার্মানিতে বিশেষ বিমানে ফেরানোর ব্যবস্থা করছে তারা । কাল রাতেই লুফতহানসার একটি বিশেষ বিমান 500 জনকে নিয়ে দিল্লি থেকে ফ্রাঙ্কফ্রুটের উদ্দেশে যাত্রা করেছে । ওই বিমানে জার্মান নাগরিক, ইউরোপীয় ইউনিয়নের বাসিন্দা ও কিছু ভারতীয়, যাঁরা জার্মানির স্থায়ী বাসিন্দা, তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হল। বৃহস্পতিবার গভীর রাতে আরও একটা বিমান 500 জনকে নিয়ে উড়ে যাওয়ার কথা । ভারতে প্রায় 5 হাজার জার্মান পর্যটক আটকে রয়েছেন । জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার লিন্ডার, তাঁদের সরকারি টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন, যাঁদের জার্মানিতে ফেরানো হচ্ছে, তাঁদের মঙ্গলবার গভীর রাতে ঋষিকেশ এবং জয়পুর থেকে বাসের কনভয়ে আনা হয়েছে । দেশে ফেরার বিশেষ বিমান ধরার জন্য তিনি তাঁর দেশের নাগরিকদের কাছে অনুরোধ করেছেন যে, তাঁরা যেন দিল্লির কাছাকাছি কোনও হোটেলে চলে আসার চেষ্টা করেন । জার্মান দূতাবাস আরও বিমানে দেশবাসীকে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকারের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ।

কাল সকালেই দিল্লি থেকে 388 জন এবং গোয়া থেকে 126 জন রুশ নাগরিককে নিয়ে দু'টো বিমান মস্কোর উদ্দেশে রওনা দিয়েছে । বর্তমানে আর কোনও উদ্ধারকারী বিমানের ব্যবস্থা করার পরিকল্পনা না থাকলেও দিল্লি স্থিত দূতাবাস থেকে তিনটি কনস্যুলেটের মাধ্যমে আটকে পড়া হাজার হাজার রাশিয়ান নাগরিকদের জানানো হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য এবং যদি ফেরার প্রয়োজন পড়ে, তাহলে তা নিয়ে পরামর্শ চাওয়ার জন্য ।

আফগান রাষ্ট্রদূত তাহির কাদরি টুইট করে জানিয়েছেন যে আফগানিস্তান থেকে যাঁরা ভারতে ঘুরতে এসেছেন, তাঁদের বৃহস্পতিবার থেকে ফেরানোর ব্যবস্থা করা হবে । কাদরি লিখেছেন, "আফগান নাগরিক যাঁরা ভারতে রয়েছেন, তাঁদের দেশে ফেরানোর কাজ ভারত সরকার অনুমতি দিলেই আগামিকাল থেকে শুরু করা হবে । আমি আটকে পড়া আফগান নাগরিকদের অনুরোধ করছি যে উড়ানের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য KamAir সঙ্গে যোগাযোগ করুন । ধন্যবাদ আমাদের ভারতের সহযোগীদের ।"

ABOUT THE AUTHOR

...view details