পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিশু দিবসে 'ভারতের কনিষ্ঠতম শহিদ'-এর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার শেহবাগের - Indias youngest martyr Baji Rout's photo

ওড়িশার নীলকণ্ঠপুর গ্রামের ঢেনকানল জেলায় গরিব পরিবারে 1926 সালে 5 অক্টোবর জন্মগ্রহণ করে বাজি রাউত ৷ শিশু দিবসে বাজি রাউতের ছবি শেয়ার করলেন বীরেন্দ্র শেহবাগ ৷ 1938 সালে বাজিকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশকর্মী ৷

baji

By

Published : Nov 14, 2019, 5:19 PM IST

দিল্লি, 14 নভেম্বর : শিশু দিবসে বীরেন্দ্র শেহবাগ সোশাল মিডিয়ায় 'ভারতের কনিষ্ঠতম শহিদ' বাজি রাউতের ছবি শেয়ার করলেন ৷ ব্রিটিশ পুলিশের নির্দেশ অমান্য করায় 1938 সালে গুলি করে হত্যা করা হয়েছিল 12 বছর বয়সী বাজিকে ৷

সোশাল মিডিয়ায় বাজি রাউতের সম্পর্কে কিছু কথাও লেখেন প্রাক্তন ক্রিকেটর বীরেন্দ্র শেহবাগ ৷ তিনি লেখেন , "বাজি রাউত নৌকা চালাত ৷ সে শুনেছিল ব্রিটিশ পুলিশ নিজেদের স্বার্থে নির্দোষ ভারতীয়দের হত্যা করছে ৷ তাদের আটকানোর প্রয়োজন ছিল ৷ কারণ বাজি জানত নদীর ওপারে গ্রামে গিয়ে আরও অনেককে হত্যা করতে পারে ব্রিটিশ পুলিশ ৷ ব্রিটিশ পুলিশরা বাজিকে বলেছিল নৌকায় ব্রাহ্মণী নদী পার করিয়ে দিতে । কিন্তু বাজি সেই নির্দেশ পালন করতে অস্বীকার করে ৷ এরপরই তাকে গুলি করে হত্যা করে ব্রিটিশ পুলিশ ৷ বাজির মাথায় গুলি করে এক ব্রিটিশ পুলিশকর্মী ৷ "

ওড়িশার নীলকণ্ঠপুর গ্রামের ঢেনকানল জেলায় গরিব পরিবারে 1926 সালে 5 অক্টোবর জন্মগ্রহণ করে বাজি রাউত ৷ গতমাসে বালির জন্মবার্ষিকী উপলক্ষে বালি ভাস্কর সুদর্শন পটনায়েক তাকে শ্রদ্ধা জানিয়ে পুরির সৈকতে বালির ভাস্কর্য তৈরি করেন ৷

ABOUT THE AUTHOR

...view details