পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের রায় আমাকে তৃপ্তি দিল : আদবানি - সুপ্রিম কোর্টের রায় আমাকে তৃপ্তি দিল

স্মৃতিচারণের পাশাপাশি আজকের রায় ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিনন্দন জানান লালকৃষ্ণ আদবানি ৷ বলেন, আজকের দিনটি আমার কাছে তৃপ্তির ৷

ছবি

By

Published : Nov 9, 2019, 8:27 PM IST

দিল্লি, 9 নভেম্বর : 92-র ঘটনার সময় গেরুয়া শিবিরের অন্যতম মুখ ছিলেন তিনি ৷ তাঁকে ঘিরে অনেকটা সময় আবর্তিত হয়েছে বাবরি বিতর্ক ৷ আজ যখন বহু চর্চিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হল, তখন সেদিনের 'লৌহমানব' আজ বয়সের ভারে নূব্জ ৷ কিন্তু সেদিনের স্মৃতি আজও উজ্জ্বল ৷

রায় ঘোষণার পরই 92 বছরের আদবানি বলেন, "আজকের দিনটা আমার কাছে অত্যন্ত তৃপ্তির ৷ কারণ, ঈশ্বর আমাকে একটা বড় সুযোগ দিয়েছিলেন সে দিনের জন আন্দোলনে শরিক হওয়ার জন্য ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের পর এটাই ছিল সব থেকে বড় জন আন্দোলন ৷"

সে দিনের স্মৃতিচারণের পাশাপাশি আজকের রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিনন্দন জানান লালকৃষ্ণ আদবানি ৷ পাঁচ সদস্যের বেঞ্চ যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানান আদবানি ৷

ABOUT THE AUTHOR

...view details