বেঙ্গালুরু, 9 সেপ্টেম্বর : "চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে ল্যান্ডার বিক্রম ।" আজ এ কথা জানাল ISRO । পাশাপাশি তারা জানিয়েছে যে, বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ।
গতকাল ISRO প্রধান কে সিভান জানিয়েছিলেন, চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছে । কিন্তু বিশেষজ্ঞদের তরফে প্রশ্ন ওঠে, বিক্রম কি অক্ষত রয়েছে ? তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হবে ? বিক্রম কি আগামীতে ঠিক ভাবে কাজ করতে পারবে ?