পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে বিক্রম : ISRO - Pragyan

ISRO-র বিজ্ঞানী বলেন, "চাঁদের মাটিতে যেখানে বিক্রমের নির্ধারিত অবতরণস্থান, তার কাছেই আছড়ে পড়েছে বিক্রম । তবে তা ভাঙেনি । অবশ্য বিক্রম সোজা হয়ে দাঁড়িয়ে নেই ।"

চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে বিক্রম : ISRO

By

Published : Sep 9, 2019, 2:30 PM IST

Updated : Sep 9, 2019, 5:24 PM IST

বেঙ্গালুরু, 9 সেপ্টেম্বর : "চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়লেও অক্ষত রয়েছে ল্যান্ডার বিক্রম ।" আজ এ কথা জানাল ISRO । পাশাপাশি তারা জানিয়েছে যে, বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে ।

গতকাল ISRO প্রধান কে সিভান জানিয়েছিলেন, চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছে । কিন্তু বিশেষজ্ঞদের তরফে প্রশ্ন ওঠে, বিক্রম কি অক্ষত রয়েছে ? তার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হবে ? বিক্রম কি আগামীতে ঠিক ভাবে কাজ করতে পারবে ?

এই বিষয়ে ISRO-র এক বিজ্ঞানী বলেন, "চাঁদের মাটিতে যেখানে বিক্রমের নির্ধারিত অবতরণস্থান, তার কাছেই আছড়ে পড়েছে বিক্রম । তবে তা ভাঙেনি । অবশ্য বিক্রম সোজা হয়ে দাঁড়িয়ে নেই ।"

চাঁদে অবতরণের কিছুক্ষণ আগে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ISRO-র । এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার । সেই অরবিটারের তোলা ছবিই (থার্মাল ইমেজ) জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম । আগামী 13 দিন ধরে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবে ISRO ।

Last Updated : Sep 9, 2019, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details