পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চাঁদের মাটিতে পা রাখবে বিক্রম, প্রহর গুনছে দেশ - চাঁদের মাটিতে বিক্রমের অবতরণ

বিক্রমের অবতরণ দেখতে রাতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকবে দেশের বিভিন্ন প্রান্তের 74 জন ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে 2 জন ৷

কক্ষপথ থেকে আলাদা হওয়ার পর বিক্রম

By

Published : Sep 6, 2019, 8:45 AM IST

Updated : Sep 6, 2019, 1:40 PM IST

বেঙ্গালুরু, 6 সেপ্টেম্বর : দেড় মাস পর হতে চলেছে অপেক্ষার অবসান ৷ রাত 1টা 30মিনিট থেকে 2টো 30মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ল্যান্ডার বিক্রম ৷ চাঁদের মাটিতে ভারতের প্রথম পদক্ষেপ দেখার জন্য উন্মুখ দেশবাসী ৷

চন্দ্রযানের নির্ধারিত যাত্রাপথ অনুসারে বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করার পর তার থেকে রোভার প্রজ্ঞান আলাদা হয়ে যাবে ৷ এই রোভার আসলে ছয় চাকার একটি যন্ত্রযান, যা চাঁদের দক্ষিণ গোলার্ধের মাটিতে ঘুরে বেড়াবে ৷ চাঁদের এক দিন অর্থাৎ পৃথিবীর 14 দিন ধরে চাঁদের মাটিতে ঘুরবে এই রোভার ৷

আরও পড়ুন : আজ চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম

দেশবাসীর উদ্দেশে টুইট করে প্রধানমন্ত্রী আজ জানান, " আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ রাতেই চন্দ্রযান-2 চাঁদের মাটি স্পর্শ করবে ৷ ভারত তথা সমগ্র বিশ্বে আমাদের মহাকাশ গবেষণার এক নজির তৈরি হতে চলেছে ৷ "

বিক্রমের অবতরণ দেখতে রাতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকবে দেশের বিভিন্ন প্রান্তের 74 জন ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে 2 জন ৷ সেই দু'জনের মধ্যে একজন হল বর্ধমানের ক্লাস নাইনের ছাত্রী ইউসরা আলম ৷

চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

2 সেপ্টেম্বর অরবিটার থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম ৷ এই ল্যান্ডারের মধ্যে রয়েছে প্রজ্ঞান রোভার ৷ ল্যান্ডার এবং রোভার দু'টিই আলাদা হয়ে গেছে অরবিটার থেকে ৷ ISRO জানিয়েছে, বিক্রম এবং প্রজ্ঞান দু'টিরই স্বাস্থ্য ভালো আছে ৷

আরও পড়ুন : বিক্রমের ডি-অর্বিটিং সফল, চাঁদের আরও কাছে ল্যান্ডার

যাত্রা শুরু হয়েছিল 22 জুলাই ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর 2টো 43মিনিটে বাহুবলী রকেটে চেপে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-2 । পৃথিবীর কক্ষপথ পার হওয়ার পর ঢোকে চাঁদের কক্ষপথে ৷ তারপর চাঁদের কক্ষপথের পাঁচটি ধাপ পেরিয়ে অবশেষে 2 সেপ্টেম্বর আলাদা হয়ে যায় ল্যান্ডার বিক্রম ৷ ভারতীয় সময় দুপুর 1টা 15মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ৷

আরও পড়ুন : পৃথিবীর ফোটোশুটে চন্দ্রযান-2, ছবি প্রকাশ ISRO-র

ISRO জানিয়েছে, নিয়ন্ত্রিত ধাক্কা দিয়ে চাঁদের মাটিতে নামানো হবে বিক্রমকে ৷ সেটাও এমন নিখুঁতভাবে করতে হবে, যেন পালকের মতো গিয়ে চাঁদের মাটিতে নামে ল্যান্ডার বিক্রম ৷ এই প্রক্রিয়াটি চলবে 15 মিনিটের ৷ আর এই 15 মিনিট কার্যত অগ্নিপরীক্ষা ৷ ISRO-র বিজ্ঞানীদের ভাষায় '15 মিনিটস অব টেরর' বা 'আতঙ্কের 15 মিনিট' ।

Last Updated : Sep 6, 2019, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details