পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রথমে নয়ডা, পরে কোটায় গা ঢাকা দিয়েছিল বিকাশ

গ্রেপ্তার হওয়ার আগে 5 ও 6 জুলাই নয়ডায় গা ঢাকা দিয়েছিল বিকাশ ৷ এরপর 8 জুলাই সে কোটায় যায় ৷ সেখানে এক রাত কাটিয়ে উজ্জৈনতে আসে ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমনই সব তথ্য ৷

বিকাশ দুবে
বিকাশ দুবে

By

Published : Jul 10, 2020, 3:04 AM IST

ভোপাল, 10 জুলাই : গ্রেপ্তার হয়েছে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে ৷ কানপুরে আট পুলিশকর্মীকে খুনে সে মূল অভিযুক্ত ৷ খুন করার পরে নয়ডা ও কোটায় গা ঢাকা দিয়েছিল বিকাশ ৷ গ্রেপ্তার হওয়ার আগে দু'রাত নয়ডায় ও একরাত কোটায় কাটিয়েছিল উত্তরপ্রদেশের এই কুখ্যাত গ্যাংস্টার ৷ কোটা থেকেই সে উজ্জৈনতে এসেছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে ৷

গতকাল সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ উজ্জৈনের মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশকে ৷ বিকাশের আরও দুই শারগেদকেও আটক করেছে পুলিশ ৷ উজ্জৈনতে রেজিস্টার হওয়া একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের নম্বর প্লেট যুক্ত অন্য একটি গাড়িও ব্যবহার করা হত ৷ সেই গাড়িটির খোঁজেও তল্লাশি চলছে ৷

3 জুলাই বিকাশ দুবেকে ধরতে কানপুরে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মীর ৷ ঘটনার পর বেপাত্তা হয়ে যায় বিকাশ । তাকে ধরতে 25টি টিম গঠন করা হয় । মাঠে নামে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সও ।

পুলিশের এক আধিকারিক সূত্রে খবর, "গ্রেপ্তার হওয়ার আগে 5 ও 6 জুলাই নয়ডায় গা ঢাকা দিয়েছিল বিকাশ ৷ এরপর 8 জুলাই সে কোটায় যায় ৷ সেখানে এক রাত কাটিয়ে উজ্জৈনতে আসে ৷ "

বিকাশ দুবের এক আত্মীয় উজ্জৈনতে এক স্থানীয় ডিস্টিলেরির ম্যানেজার ৷ তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

জানা গেছে বিকাশ তার এক শাগরেদের মোবাইল ব্যবহার করত ৷ এদিকে বিকাশ দুবের আত্মসমর্পণ করেছে বলে যে খবর সামনে এসেছিল, তা উড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷ উত্তরপ্রদেশের এই কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টাসহ 60 টির বেশি মামলা রয়েছে ৷ হরিয়ানার ফরিদাবাদে শেষবার তাকে দেখা গেছিল ৷ তাকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল ৷

পাশাপাশি, বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে, তার ছেলে এবং পরিচারককে গ্রেপ্তার করেছে লখনউয়ের কৃষ্ণনগর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবের স্ত্রী রিচা কৃষ্ণনগরে তাঁর পরিচিত একজনের বাড়িতে ছিলেন ৷ যদিও এই বিষয়ে কৃষ্ণনগর থানার পুলিশের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details