পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকাশ দুবে এনকাউন্টার ভুয়ো নয়, সুপ্রিম কোর্টে জানাল যোগী সরকার - এনকাউন্টার

গ্যাংস্টার বিকাশ দুবে-র এনকাউন্টার নিয়ে ভুয়ো সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার । দুবে কখনওই আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেনি বলে উল্লেখ করা হয়েছে তাতে ।

vikas dubey encounter
vikas dubey encounter

By

Published : Jul 17, 2020, 7:07 PM IST

দিল্লি, 17 জুলাই : গ্যাংস্টার বিকাশ দুবে'র এনকাউন্টার সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিল উত্তরপ্রদেশ সরকার । এনকাউন্টারের ঘটনায় ‘ভুয়ো’ সংঘর্ষের অভিযোগও উড়িয়ে দিয়েছে যোগী সরকার ।

হলফনামায় বলা হয়েছে, “যে তথ্য এখানে দেওয়া হয়েছে তা প্রমাণ করে এই ঘটনাকে সামগ্রিকভাবে দেখলে কখনওই ‘ভুয়ো সংঘর্ষ' বলা যায় না ।" শীর্ষ আদালতকে আশ্বস্ত করে উত্তরপ্রদেশের রাজ্য সরকারের তরফে বলা হয়, সমস্ত নির্দেশিকা অনুসরণ করেই মামলার তদন্ত চলছে এবং দুবে কখনও আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেনি । জানানো হয়েছে, 3টি গাড়িতে 15 জন পুলিশকর্মী গ্যাংস্টার দুবেকে নিয়ে যায় এবং নিরাপত্তার কারণে তাকে গাড়ি থেকে স্থানান্তর করা হয়েছিল ।

রাজ্য সরকার বলেছে, “স্থানীয়রা দাবি করে যে লোকালয়ে গুলি চালানো হয়েছে । কিন্তু, ঘটনাস্থানের কাছে, কোনও ঘরবাড়ি ছিল না । ভারী বৃষ্টির কারণে পথচারীও ছিল না রাস্তায় ।” রাজ্য সরকারের তরফে বলা হয়, "8 পুলিশকর্মী নিহত হওয়ার পর দুবে 3 কিলোমিটারেরও বেশি চলে যায় এবং কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে দ্রুত এবং গোপনে ভ্রমণ তার নিখুঁত গতিবিধির সুস্পষ্ট প্রমাণ ।"এছাড়াও, পুলিশ কীভাবে নির্ভুলভাবে 4টি গুলি করল সে'প্রসঙ্গে সন্দেহ নিয়ে রাজ্য সরকারের দাবি, পুলিশ 6টি গুলি চালিয়েছিল, যার মধ্যে মাত্র 3টি দুবের গায়ে লাগে ।

গুলি চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় গ্যাংস্টার বিকাশ দুবে । সতর্কতার পরেও আত্মসমর্পণ না করায় STF বাহিনী 6 রাউন্ড গুলি চালায় । বলা হয়েছে হলফনামায় । উত্তরপ্রদেশ সরকারের দেওয়া হলফনামা অনুযায়ী, চার্টার্ড বিমান আনার কোনও সিদ্ধান্ত হয়নি কারণ লখনউ থেকে সড়কপথেই রওনা দেয় STF বাহিনী ।এই ঘটনাকে ভুয়ো সংঘর্ষ বলে অভিযোগের পিছনে আরও বড় ষড়যন্ত্র রয়েছে, বলেও দাবি করা হয়েছে হলফনামায় ।

ABOUT THE AUTHOR

...view details