পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজয়ওয়ারার সোনার দোকানে 4 কোটি টাকার চুরি - বিজয়ওয়ারা

বিজয়ওয়ারার পুলিশ গতকাল কয়েক ঘণ্টার মধ্যে একটি সোনার দোকানের চুরির ঘটনার রহস্য ভেদ করে। গ্রেপ্তার হয় মূলচক্রী সোনার দোকানের রক্ষী।ওই ব্যক্তির বিরুদ্ধে দোকান থেকে চার কোটি টাকার বেশি মূল্যবান গহনা চুরি করার অভিযোগ উঠেছে।

তত্ত্বাবধায়ক
তত্ত্বাবধায়ক

By

Published : Jul 26, 2020, 3:54 AM IST

হায়দরাবাদ, 25 জুলাই: বিজয়ওয়ারার কাতুরিবাড়ির রাস্তার ধারে একটি সোনার দোকান থেকে 4 কোটি টাকা মূল্যের সোনা ও রুপোর অলংকার ছিনতাইয়ের অভিযোগে ওই দোকানেরই এক তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করল বিজয়ওয়াড়া পুলিশ । গতকালকে কয়েক ঘণ্টার মধ্যেই এই চুরির ঘটনার কিনারা করল পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পুলিশ 7 কেজি সোনা, 19 কেজি রুপো এবং 42 লাখ টাকা নগদ উদ্ধার করেছে। বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার বি শ্রিনীবাসুলু বিষয়টি নিয়ে জানিয়েছেন, “অভিযুক্তর নাম বিক্রমকুমার লোহার। ইনি গয়নার দোকানে তত্ত্বাবধায়ক হিসাবে কর্মরত ছিলেন। ”

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিজয়ওয়ারার পুলিশ । ঘটনার বিষয়ে শ্রিনীবাসুলু জানান , “গয়নাগুলি দোকানের মালিক বরাবরই একটি লকারে রেখেন। আর সেই লকারের দেখভালের দায়িত্ব ছিলেন অভিযুক্ত বিক্রম কুমার লোহার। গতকাল সকালে রিলিভার (মর্নিং শিফ্টের কেয়ারটেকার) প্রথমে ঢুকেই দেখতে পান যে বিক্রম আহত অবস্থায় পড়ে আছে এবং তার হাত-পা বাঁধা রয়েছে। শুরু হয় তল্লাশি। পুলিশের প্রথম থেকেই বিক্রমের উপর সন্দেহ হয়েছিল। খতিয়ে দেখা হয় CCTV ফুটেজ।

ABOUT THE AUTHOR

...view details