পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিলে গেল বিজয়া ও দেনা ব্যাঙ্ক - bank of baroda

আজ থেকে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে যুক্ত হল বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক। দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের বিরোধিতা করছিল বিভিন্ন ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের সংগঠন।

d

By

Published : Apr 1, 2019, 11:40 PM IST

Updated : Apr 1, 2019, 11:59 PM IST

কলকাতা, ১ এপ্রিল : আজ থেকে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে যুক্ত হল বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক। দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের বিরোধিতা করছিল বিভিন্ন ব্যাঙ্ক কর্মী এবং অফিসারদের সংগঠন।

"৩টি ব্যাংকের সংযুক্তিকরণের ফলে অনেক মানুষ বেকার হবেন, গ্রাহকরা পরিষেবা পাবেন না এবং আগামী দিনে বেসরকারিকরণের পথে চলে যাবে সম্পূর্ণ ব্যাঙ্ক শিল্প।" আজ এই অভিযোগ করেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস। তিনি বলেন, "আজ থেকে বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক মিলে গেল ব্যাঙ্ক অফ বরোদা সঙ্গে। এতে সমস্যা বাড়ল। বেশ কিছু ব্যাঙ্কের শাখা বন্ধ হবেই। যেমন কোনও বহুতলের নিচে যদি বিজয়া ব্যাঙ্কের শাখা থাকে, সেই বহুতলের ওপরেই যদি দেনা ব্যাঙ্কের শাখা থাকে, তাহলে দুটি ব্যাঙ্কের মধ্যে যে কোন একটি ব্যাঙ্কের শাখা বন্ধ হবেই। এটা অবশ্যম্ভাবী।"

তিনি আরও বলেন, "বিজয়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক দেশের মধ্যে সব থেকে বেশি ব্যবসা করেছে গত বছরে। দেশের সরকার রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই যে সিদ্ধান্ত নিল, তাতে ব্যাঙ্ক শিল্পকে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়ার মসৃণ পথ তৈরি করে ফেলল। ৩টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে কর্মী সংকোচন হবে। সেই সঙ্গে গ্রাহকদের সমস্যা বাড়বে। বিঘ্নিত হবে গ্রাহক পরিষেবা। কোনও ব্যাঙ্কের সংযুক্তিকরণ হলে পরে অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে গ্রাহকরা মূলত সমস্যায় পড়েন সবচেয়ে বেশি।"

Last Updated : Apr 1, 2019, 11:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details