পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার বিরুদ্ধে যুদ্ধে স্পষ্ট বিজয়ী ভিয়েতনাম - Lockdown

ভিয়েতনামে কোরোনা মৃত্যু না হওয়ার পিছনে কারণ হল সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়ায় তাদের বিচক্ষণতা এবং দূরদর্শিতা । তাদের প্রতিক্রিয়া ছিল সবথেকে ভালো, কারণ অন্যরা প্রাদুর্ভাবের তীব্রতা বুঝে ওঠার আগেই তারা পদক্ষেপ করেছে ।

Vietnam a clear winner in COVID19 war
কোরোনার বিরুদ্ধে যুদ্ধে স্পষ্ট বিজয়ী ভিয়েতনাম

By

Published : May 12, 2020, 1:15 PM IST

আমরা তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর আর জার্মানির সাফল্যের কাহিনি শুনেছি । এই দেশগুলো কোভিড-19 প্যানডেমিক সবথেকে ভালোভাবে মোকাবিলা করেছে । এতটাই, যে তারা লকডাউন তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে । কিন্তু দেখে অবাক লাগছে যে, ভিয়েতনাম কীভাবে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয় করল, সেটা নিয়ে কেউ কিছু বলছে না । যেখানে উপরোক্ত দেশগুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে ভিয়েতনামে মৃতের সংখ্যা শূন্য । যে কারণেই হোক, অতিরিক্ত ব্যস্ততার মাঝে পৃথিবী এই আশ্চর্য ঘটনার দিকে নজর দেয়নি । 8ই মে পর্যন্ত, জার্মানিতে মৃতের সংখ্যা 7392, সিঙ্গাপুরে 20, তাইওয়ানে 6 এবং দক্ষিণ কোরিয়ায় 256 । ভিয়েতনামে কোরোনা মৃত্যু না হওয়ার পিছনে কারণ হল সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়ায় তাদের বিচক্ষণতা এবং দূরদর্শিতা ।

আমেরিকা যবে থেকে আক্রান্ত হয়েছে, তখন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড-19কে একটা চিনা ভাইরাস বলে আসছেন । কিন্তু ভিয়েতনাম শুরু থেকেই চিনের ব্যাপারে ভাল করেই জানত । চিন-ভিয়েতনাম যুদ্ধ থেকেই এই কঠিন শিক্ষা লাভ সম্ভব হয়েছে । APT-32 নামে ভিয়েতনামের একটি সাইবার নিরাপত্তা এজেন্সি আবিষ্কার করে, যে চিনে একটা নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে । সঙ্গে সঙ্গে ভিয়েতনাম সরকার চিনের আপৎকালীন পদক্ষেপ এবং উহান পুর-প্রশাসনের ব্যাপারে আরও জানতে তাদের সাইবার- নিরাপত্তা সংস্থাগুলিকে কাজে লাগায় । আমেরিকার সাইবার-নিরাপত্তা সংস্থা ফায়ারআই প্রকাশ করে, যে 2012 সাল থেকেই চিন, জার্মানি এবং আমেরিকান কোম্পানিগুলির গোপন তথ্য জানার জন্য সাইবার-হামলা চালাচ্ছে APT-32 ৷ আমেরিকার পাশাপাশি ভিয়েতনামও চিনে নভেম্বর-ডিসেম্বর মাসে একটা নতুন ভাইরাসের ইঙ্গিতবাহী সোশাল মিডিয়া পোস্টগুলোর ব্যাপারে উৎসুক হয়ে ওঠে । চিনে থাকা দেশের পড়ুয়া, কূটনীতিক এবং ব্যবসায়ীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের পর, অ্যাকশন প্ল্যান তৈরিতে একমুহূর্ত দেরি করেনি ভিয়েতনাম সরকার । চিনের সঙ্গে 1281 কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকায় ভিয়েতনাম সরকার ভাইরাসের আসন্ন বিপদ উপলব্ধি করে । ফেব্রুয়ারি মাসে একটি ত্রিমুখী রণকৌশল তৈরি করে ভিয়েতনাম । একটি কমিউনিস্ট দেশ হলেও, প্রয়োজনে নাগরিক অধিকার খর্ব করেও সরকার এব্যাপারে পদক্ষেপ নিয়েছে ।

অন্যান্য দেশ তাদের পদক্ষেপ নেওয়ার আগেই, ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরগুলিতে থার্মাল স্ক্রিনিং শুরু করে দেয় ভিয়েতনাম । বিমানবন্দরের অফিসারদের সামনে নিজেদের ভ্রমণসূচি ও পরিচিতদের বিবরণ দিতে হয় পর্যটকদের । কারও শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই তাঁকে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় । একধাপ এগিয়ে ভিয়েতনাম রেস্তোঁরা, ব্যাঙ্ক, সংস্থা, আবাসনগুলোতেও থার্মাল স্ক্রিনিং শুরু করে । 8ই মে-র মধ্যে ভিয়েতনাম 2 লাখ 61 হাজার 4টি কোভিড-19 টেস্ট করে ফেলেছে । যদি একজনের টেস্টও পজিটিভ হয়, তৎক্ষণাৎ সেখানকার পুরো রাস্তাটাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করে সিল করে দেওয়া হয় । এই কারণেই 9 কোটি জনসংখ্যার এই দেশে এখনও পর্যন্ত মাত্র 288টি সংক্রমণের ঘটনা ধরা পড়েছে । টেস্টিং কিটের জন্য চিন বা অন্য দেশের ওপর নির্ভর করার বদলে, সেগুলো দেশের মধ্যেই তৈরি করা হচ্ছে । এই কিটগুলির দাম 25 ডলার এবং এতে দেড় ঘণ্টার মধ্যেই ফল পাওয়া যায় । দেশে তৈরি এই কিটগুলো কোরোনা ভাইরাসের বিরুদ্ধে ভিয়েতনামের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে, বিদেশ ফেরত ভিয়েতনামী নাগরিকদের 14 দিনের কোয়ারান্টিনে পাঠানো হয় । যে দেশগুলি কোয়ারান্টিন প্রক্রিয়ায় বিলম্ব করেছে, তাদের ভারি মাসুল দিতে হয়েছে । মার্চ থেকে নির্দিষ্ট শহরগুলোকে লকডাউন করতে শুরু করে ভিয়েতনাম । চিহ্নিত করে পরীক্ষা করা হয় নিখুঁতভাবে । কোনও গ্রামে সংক্রমণের খবর পাওয়া গেলেই তা পুরোপুরি সিল করে দেওয়া হয় । বছরের শুরু থেকেই সরকার নাগরিকদের এই বলে সতর্ক করতে থাকে, যে কোরোনাভাইরাস মোটেই সাধারণ ফ্লু-এর মতো নয় । প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী ও স্থানীয় নেতারাও এই অসুখ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করেছেন । এছাড়াও সরকার কোভিড আক্রান্ত এবং যাঁরা কোয়ারান্টিন থেকে পালিয়েছেন, তাঁদের বিবরণ প্রকাশ করেছে । তাঁদের নাম বলার বদলে পেশেন্ট আইডি প্রকাশ করা হয়েছে । নিশ্চিতভাবেই, সমস্ত দেশ এখন যা করছে, ভিয়েতনাম তার থেকে আলাদা কিছু করেনি । কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল সবথেকে ভালো, কারণ অন্যরা প্রাদুর্ভাবের তীব্রতা বুঝে ওঠার আগেই তারা পদক্ষেপ করেছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details