পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রথমে ছিলই না বিকাশ ! - uttar pradesh news

বিকাশকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যম । কিন্তু এনকাউন্টারের আধ ঘণ্টা আগেই আটকানো হয় তাদের । প্রকাশ্য এসেছে আরও কয়েকটি ভিডিয়ো । যা বিকাশের এনকাউন্টারের রহস্যকে আরও গভীর করছে ।

vikash
vikash

By

Published : Jul 10, 2020, 1:56 PM IST

কানপুর, 10জুলাই : দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে না কি প্রথমে ছিল না বিকাশ দুবে ! এনকাউন্টারের কয়েক ঘণ্টা পর প্রকাশ্যে এল কয়েকটি ভিডিয়ো । বিকাশের মৃত্যু রহস্যকে আরও গভীর করল সেই ভিডিয়োগুলি । ফলত, এনকাউন্টার পরবর্তী পুলিশি বয়ান ঘিরে তৈরি হয়েছে আরও প্রশ্ন । এইদিকে বিকাশের এনকাউন্টারের আশঙ্কায় তার নিরাপত্তার দাবি জানিয়ে গত রাতেই জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ।

মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যমের গাড়িগুলিও । হাইওয়েতে একসময় আটকানো হয় সংবাদমাধ্যমের গাড়িগুলি । ঠিক কী হয়েছিল সেই সময় ? একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে এরকমই কয়েকটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে । সেই ভিডিয়ো এবং সংবাদ মাধ্যমগুলির বিবৃতি ঘিরেই উঠেছে প্রশ্ন, কার্যত কাঠগড়ায় উত্তরপ্রদেশ প্রশাসন ।

একটি ভিডিয়োয় দেখা যায়, ভোর চারটে নাগাদ তিনটি গাড়ি টোল বুথ পার করছিল । সেই সময় বিকাশ দুবেকে একটি গাড়িতে শেষবারের জন্য দেখা যায় । কিন্তু যে গাড়িটি হাইওয়ের ধারে উলটে গিয়েছিল, সেই গাড়িতে ছিল না বিকাশ । অর্থাৎ, হাইওয়ের ধারে উলটে যাওয়া গাড়ি এবং বিকাশকে যে গাড়িতে শেষবার দেখা যায়, সেই দু'টি গাড়ি এক নয় । কিন্তু কেন এই গাড়ি পরিবর্তন ? কখনই বা এক গাড়ি থেকে অন্য গাড়িতে নেওয়া হয়েছিল বিকাশকে । বিকাশের মতো একজন কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় কেনই বা গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিল পুলিশ । বা সেইসময় সে পালানোর জন্য কোনও পদক্ষেপ করেছিল কি না, উঠেছে সেইসব প্রশ্নই । যদিও পুলিশের তরফে এই রহস্যজনক গাড়ি পরিবর্তন নিয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি ।

দ্বিতীয় ভিডিয়োটি রেকর্ড করা হয় সকাল সাড়ে ছটায় । এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে । সেই ভিডিয়োয় দেখা যায়, বিকাশকে অনুসরণ করা সংবাদমাধ্যমের গাড়িগুলিকে আটকায় পুলিশ । হাইওয়েতে ব্যারিকেড করা হয় । আর এগোতে দেওয়া হয় না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে । কিন্তু এই পদক্ষেপই বা কেন করা হল ? কেন এগোতে দেওয়া হল না সংবাদমাধ্যমের গাড়িগুলিকে, প্রশ্ন উঠেছে সেখানেই । বিরোধীদের অভিযোগ, কী আড়াল করতে চাইল উত্তরপ্রদেশ প্রশাসন ? এনকাউন্টারের ঠিক আধ ঘণ্টা আগে কেন আটকানো হল সংবাদমাধ্যমকে ।

আজ সকালে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের । গতকাল তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করে পুলিশ । সেখান থেক তাকে নিয়ে কানপুরের উদ্দেশে রওনা হয় পুলিশ । পুলিশের বয়ান অনুযায়ী, রাস্তায় উলটে যায় স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি । সেই সুযোগে পুলিশের থেকে বন্দুক কেড়ে নেয় বিকাশ । পালানোর চেষ্টা করে । পুলিশ বাধা দিলে তাদের উদ্দেশে গুলি চালায় । পুলিশের তরফেও গুলি আসে । হাসপাতালে নিয়ে গেলে বিকাশ দুবেকে মৃত ঘোষণা করে চিকিৎকসক ।

কিন্তু রহস্য শুরু এখানেই । পুলিশের বয়ান ঘিরে একাধিক জল্পনা । বিরোধীদের অভিযোগ যোগী সরকারের দিকে । সত্য আড়ালের চেষ্টা চলল বলে অভিযোগ বিরোধী দলগুলির । এরই মধ্যে প্রকাশ্যে এল ভিডিয়ো । উঠে এল আরও কয়েকটি তথ্য । বিকাশের এনকাউন্টারের আশঙ্কা করেছিলেন এক আইনজীবী । তাঁর সুরক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয় । উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়ার আবদেন জানানো হয় সুপ্রিম কোর্টে । যেন বিকাশের পুলিশি এনকাউন্টারে মৃত্যু না হয়, যেন তার নিরাপত্তা নিশ্চিত করে যোগী সরকার ।

ABOUT THE AUTHOR

...view details