দিল্লি, 16 ফেব্রুয়ারি : জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের 15 ডিসেম্বরের CCTV ফুটেজ প্রকাশ্যে আসে । সেই ভিডিয়োয় দেখা যায়, লাইব্রেরিতে বসে পড়ছেন পড়ুয়ারা । এই সময় পুলিশ লাইব্রেরিতে ঢোকে । এলোপাথাড়ি লাঠি চালাতে থাকে পড়ুয়াদের উপর । ছোটাছুটি করতে থাকেন পড়ুয়ারা । এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শোরগোল পড়ে যায় । যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর দাবি, এইরকম কোনও ভিডিয়ো প্রকাশ করেনি তারা ।
গত বছর নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর প্রতিবাদে আন্দোলন করেছিলেন জামিয়ার পড়ুয়ারা । 15 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর চড়াও হওয়ার উপর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । অভিযোগ ওঠে লাঠিচার্জের । জখম হন একাধিক পড়ুয়া । গতকাল জামিয়া কোর্ডিনেশন কমিটির তরফে বিশ্ববিদ্যালয়ের ওলড রিডিং হলের 49 সেকেন্ডের একটি ভিডিয়ো ফুটেজ সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় । সেখানে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে সেদিন লাইব্রেরিতে ঢুকেছিল পুলিশ । পড়ুয়াদের উপর চড়াও হয়েছিল ।