পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত RSS-র বর্ষীয়ান নেতা আর বেণুগোপাল - ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন সভাপতি

শেষ নিশ্বাস ত্যাগ করলেন RSS-র বর্ষীয়ান নেতা আর বেণুগোপাল । বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয় ।

R Venugopal passed away
RSS-র বর্ষীয়ান নেতা আর ভেনুগোপাল

By

Published : Jun 11, 2020, 3:29 PM IST

Updated : Jun 11, 2020, 8:23 PM IST

কোচি, 11 জুন : বুধবার কোচির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল RSS-র বর্ষীয়ান প্রচারক ও BMS(ভারতীয় মজদুর সংঘ)-র প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি আর বেণুগোপালের । তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 ।

1925 সালে কেরালার নীলাম্বুর রাজ পরিবারে বেণুগোপাল জন্মগ্রহণ করেন । পালাক্কাড়ের ভিক্টোরিয়া সরকারি কলেজ ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন ।

জানা গেছে, তিনি 1946 সালে RSS সংগঠনে যোগদান করেন এবং BMS, সাহাকর ভারতী, কেশরী ম্যাগাজিনের মতো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ।

বেণুগোপাল RSS সংগঠনের প্রধান পি পরমেশ্বরনের অনুগামী ছিলেন । 1960 সালের দিকে পি পরমেশ্বরন ভারতীয় জনসঙ্গম নামক একটি সংগঠনের সংক্রিয় কর্মী ছিলেন । এছাড়া তিনি 1967 সালে ভারতীয় মজদুর সংঘের সেক্রেটারি ছিলেন । পরবর্তীকালে কার্যনির্বাহী সভাপতি পদে নিযুক্ত হন ।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠনে (ILO) দুবার ভারতের প্রতিনিধিত্ব করেন বেণুগোপাল । RSS-র হেড কোয়ার্টার "মাধব নিবাস"-এ নিয়ে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে ।

Last Updated : Jun 11, 2020, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details