বারাণসী, 10 মার্চ: ভগবান এবার কোরোনা আতঙ্কের গ্রাসে ৷ কেবল মানুষ নয়, ভগবানকে মাস্ক পরিয়ে পুজো করা হচ্ছে ৷ ঘটনাটি ঘটেছে বারাণসীর প্রহ্লাদেশ্বর মন্দিরে ৷ এখানে মাস্ক পরা শিবলিঙ্গ পূজিত হচ্ছে ৷
কোরোনা আতঙ্কে মাস্কের আড়ালে শিবলিঙ্গ - পুজারি
কোরোনার হাত থেকে রেহাই নেই ভগবানেরও ৷ ঈশ্বরকে রক্ষা করতে তাদেরও পরানো হচ্ছে মাস্ক ৷ বারাণসীর প্রহ্লাদেশ্বর মন্দিরে শিবলিঙ্গে পরানো হয়েছে মাস্ক, মন্দিরের বিভিন্ন স্থানে মূর্তি স্পর্শ না করার নির্দেশও দেওয়া হয়েছে পোস্টারের মাধ্যমে ৷
শুধু দেবতাদের মাস্ক পরিয়েই ক্ষান্ত হননি পূজারিরা, মন্দিরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছেন যাতে লেখা রয়েছে দেবমূর্তি স্পর্শ না করা হয় ৷ ভক্তদের দাবি, যদি দেবমূর্তি স্পর্শ করা হয়, তাহলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়বে ৷ তা থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে মারণ ভাইরাস ৷
শিব ছাড়াও প্রহ্লাদেশ্বর মন্দিরে পূজিত হন রাম-লক্ষ্মণ-সীতা ৷ মন্দিরের পূজারিরা ঈশ্বরকে কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে শিবলিঙ্গে পড়িয়েছেন মাস্ক, ভগবান শিব পূজিত হচ্ছেন তার ভক্ত ও পূজারিদের মত মাস্ক পরেই ৷ শিবলিঙ্গ ও রাম-লক্ষ্মণ-সীতার পাশে লাগানো রয়েছে পোস্টার, যাতে লেখা রয়েছে কোনও মূর্তি স্পর্শ করা নিষিদ্ধ ৷