পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অতিরিক্ত 58টি বিমান চালাবে কেন্দ্র

মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য মোট 165টি বিমান চলাচল করবে । টুইট করে জানালেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি ।

Vande Bharat Mission
বন্দে ভারত মিশন

By

Published : Jun 10, 2020, 8:48 PM IST

দিল্লি, 10 জুন : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও 58টি বিমান চালাবে কেন্দ্র । কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরি গতকাল একথা জানান । এখন থেকে 30 জুন পর্যন্ত ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে ।

টুইটের মাধ্যমে হরদীপ সিং পুরি জানান, " মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে আরও 58টি বিমান চালাবে কেন্দ্র । 30 জুন পর্যন্ত এই পরিষেবা জারি থাকবে । ‘বন্দে ভারত মিশনে’র অধীনে 107-এর পরিবর্তে 165টি বিমান চলাচল করবে ।"

এর আগে কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানিয়েছিলেন, ‘বন্দে ভারত মিশনে’র অধীনে বিদেশ থেকে প্রায় 70 হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে । 11 জুন থেকে তৃতীয় দফায় ফের বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু হবে । যা চলবে 30 জুন পর্যন্ত ।

ABOUT THE AUTHOR

...view details