দিল্লি, ১৬ ফেব্রুয়ারি : উদ্বোধনের পরদিনই যান্ত্রিক গোলযোগে ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন 'বন্দে ভারত এক্সপ্রেস'-র যাত্রা ব্যাহত হল। গতকাল ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আজ সকালেই যান্ত্রিক গোলযোগের জেরে ট্রেনটির যাত্রা ব্যাহত হয়। বারাণসী থেকে ফেরার সময় দিল্লির থেকে ১৫০ কিমি দূরে ট্রেনটি থেমে যায়।
উদ্বোধনের পরদিনই যান্ত্রিক গোলযোগে থেমে গেল 'বন্দে ভারত এক্সপ্রেস' - delhi
উদ্বোধনের পরের দিনেই থেমে গেল ভারতের দ্রুততম বন্দে ভারত এক্সপ্রেস।
রেলের ইঞ্জিনিয়ারদের মতে, যান্ত্রিক গোলযোগের জেরে চালক ইঞ্জিনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে ট্রেনটি থেমে যায়।কী সমস্যা হয়েছে তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন। ট্রেনটিতে আজ সাংবাদিকদের একটি দল দিল্লি যাচ্ছিল। তাঁদের অন্য ট্রেনে দিল্লি পাঠানো হয়েছে।
উদ্বোধনের পর গতকাল দিল্লি-বারাণসীর রুটে ট্রেনটি প্রথম চলেছিল। আজ সকালে ট্রেনটি বারাণসী থেকে দিল্লি ফিরছিল। তখন এই সমস্যা দেখা দেয়। এই সুপারফাস্ট ট্রেনে দিল্লি থেকে বারাণসী যেতে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। যাত্রাপথে শুধু কানপুর এবং এলাহাবাদ স্টেশনে থামবে ট্রেনটি। কাল থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে অর্থাৎ সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন।