শামলি (উত্তরপ্রদেশ), 4 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের শামলিতে বিক্ষোভরত কৃষকদের মহাপঞ্চায়েতে অনুমতি দিল না যোগী আদিত্যনাথের সরকার। শুধু তাই নয়, 3 এপ্রিল পর্যন্ত কোনও বড় জমায়েতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের অনুমতি না-থাকলেও আগামিকাল তাঁদের কর্মসুচি পালনে অনড় রাষ্ট্রীয় লোক দলের কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়ন।
নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভের শুরু থেকেই কৃষকদের সঙ্গে আছে আরএলডি। 5 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে কৃষকদের নানা কর্মসুচির আয়োজন করেছে তারা। নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর মাস থেকে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন হাজার হাজার কৃষক।