পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শামলিতে কাল কৃষকদের মহাপঞ্চায়েতে 'না' যোগীর প্রশাসনের - উত্তরপ্রদেশ

কৃষক বিক্ষোভ নিয়ে ফের উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ার আবহ তৈরি হল উত্তরপ্রদেশে। শামলিতে বিক্ষোভরত কৃষকদের মহাপঞ্চায়েতে অনুমতি দেয়নি উত্তরপ্রদেশ প্রশাসন। যদিও সভা করার সিদ্ধান্তে তারা অনড় বলে জানিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি।

Uttarpradesh: No Permission For Farmer Mahapanchayat Tomorrow In Shamli
শামলিতে কাল কৃষকদের মহাপঞ্চায়েতে 'না' যোগীর প্রশাসনের

By

Published : Feb 4, 2021, 3:43 PM IST

শামলি (উত্তরপ্রদেশ), 4 ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের শামলিতে বিক্ষোভরত কৃষকদের মহাপঞ্চায়েতে অনুমতি দিল না যোগী আদিত্যনাথের সরকার। শুধু তাই নয়, 3 এপ্রিল পর্যন্ত কোনও বড় জমায়েতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের অনুমতি না-থাকলেও আগামিকাল তাঁদের কর্মসুচি পালনে অনড় রাষ্ট্রীয় লোক দলের কৃষক সংগঠন ভারতীয় কিষান ইউনিয়ন।

নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভের শুরু থেকেই কৃষকদের সঙ্গে আছে আরএলডি। 5 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে কৃষকদের নানা কর্মসুচির আয়োজন করেছে তারা। নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর মাস থেকে দিল্লির সীমানায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন হাজার হাজার কৃষক।

শামলিতে 4 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত যে কোনও ধরনের বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যেই পড়ছে গুড ফ্রাইডে, মহাশিবরাত্রি ও হোলি। ওই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষাও রয়েছে।

আরও পড়ুন:''অন্নদাতাদের সঙ্গে এই ব্যবহার দুঃখজনক'', গাজিপুরে বিরোধীদের আটকাল পুলিশ

গত সপ্তাহে উত্তরপ্রদেশের বাগপতের বারাউতে মহাপঞ্চায়েতের জন্য জমায়েত শুরু করে দিয়েছেন হাজার হাজার কৃষক। গাজিপুর থেকে 150 কিলোমিটারের মধ্যে উত্তরপ্রদেশের মুজফফরনগরে আর একটি সভার কর্মসুচি নিয়েছে নরেশ টিকায়েতের ভারতীয় কিষান ইউনিয়ন।

ABOUT THE AUTHOR

...view details