দেরাদুন, 6 ফেব্রুয়ারি : সাইবার হ্য়াকিংয়ের মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ করে জালিয়াতি৷ ব্যাঙ্কের অ্য়াকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা৷ ইদানিং দেশের নানা প্রান্তেই ঘটছে এমন ঘটনা৷ সেই তালিকায় নাম রয়েছে উত্তরাখণ্ডেরও৷ অপরাধীদের পাকড়াও করতে কোমর বেঁধেছে রাজ্য পুলিশের এসটিএফ৷ দেশজুড়ে চলছে ধরপাকড়৷ সম্প্রতি তামিলনাড়ুতে সফল অভিযানের পর উত্তরাখণ্ড এসটিএফের সদস্য়রা কলকাতা লাগোয়া এলাকা থেকে জালিয়াতি চক্রের এক মাথাকে গ্রেপ্তার করে৷ এসটিএফ ও পুলিশের সাইবার বিভাগের যৌথ অভিযানে ধরা পড়ে অনিকেত চক্রবর্তী নামে ওই অভিযুক্ত৷
অভিযোগ, সম্প্রতি উত্তরাখণ্ডের এক বাসিন্দার অ্য়াকাউন্ট থেকে 30 লাখ টাকা গায়েব করে দেয় এই অনিকেত৷ প্রথমে ওই ব্য়ক্তিকে একটি ভুয়ো এসএমএস পাঠায় সে৷ সেই এসএমএসের মাধ্যমেই গ্রাহকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় অনিকেত৷ তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট অ্য়াকাউন্ট থেকে টাকা চুরি করে ওই জালিয়াত৷