দিল্লি, 10 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, 32টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 206 জন ৷ যাঁদের মধ্যে 25-35 জন আটকে রয়েছেন তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে ৷ এই মুহূর্তে সেনা এবং রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর 600 সদস্য জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন ৷
2.5 কিলোমিটার দীর্ঘ তপবন বিদ্যুৎ প্রকল্পের সুরঙ্গে নেমে উদ্ধার কাজ চলে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ৷ আজ সকালেও আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা সুরঙ্গে নেমে উদ্ধারকাজ শুরু করেছে ৷ এখনও অবধি সুরঙ্গের 120 মিটার ভেতরে ঢোকা গিয়েছে ৷ সুরঙ্গের গভীরে জমে থাকা ছাই ও জলের কারণে উদ্ধারকাজে চালানো কঠিন হয়ে হচ্ছে ৷