দিল্লি, 9 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ঘটনাটিকে স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় মানতে নারাজ অনেকেই । তাঁদের দাবি, প্রকৃতির ভালো-মন্দ পরোয়া না করে উন্নয়নে, এক্ষেত্রে জলবিদ্যুৎকেন্দ্র তৈরির কারণেই ঘটেছে ভয়াবহ ঘটনা । কিন্তু মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত স্বাভাবিক প্রাকৃতিক বিপর্যয় হিসেবেই দেখছেন ঘটনাটিকে । গুজোব যাতে না ছড়ায় তার জন্য তাঁর আধিকারিকদের সংবাদমাধ্যমে নিয়মিত সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।
ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করেন, "তপোবনে আইজি, ডিআইজি, ডিএম, এসপি, সেনা, আইটিবিপি এবং বিআরও-এর আধিকারিকদের সঙ্গে উদ্ধারকাজ সম্পর্কে বৈঠক করেছি । যাতে ভুয়ো খবর না ছড়ায় তার জন্য আধিকারিকদের সময়ে সময়ে সংবাদমাধ্যমে সঠিক তথ্য দিতে বলেছি ।"