দেরাদুন, 28 নভেম্বর : উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা আসনটি ধরে রাখল BJP । এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থিকে 3,267 ভোটে হারালেন BJP প্রার্থী চন্দ্রা পন্থ ।
এবছর জুনে BJP বিধায়ক প্রকাশ পন্থের মৃত্যুর পর শূন্য হয় পিথোরাগড় আসনটি । সেই আসনেই দাঁড়িয়েছিলেন প্রকাশ পন্থের স্ত্রী চন্দ্রা পন্থ । আজ শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও পরে পিছিয়ে পড়েন কংগ্রেস প্রার্থী অঞ্জু লুন্থি । পিথোরাগড়ে BJP প্রার্থী 26,086 এবং কংগ্রেস প্রার্থী 22,819 ভোট পেয়েছেন ।