দিল্লি, 7 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ধসে মৃতদের পরিবারপিছু প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী । গুরুতর আহতদের পরিবারপিছু দেওয়া হবে 50 হাজার টাকা । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ।
আজ সকালে আচমকা ভেঙে পড়ে নন্দা দেবী হিমবাহ । তার জেরে প্রবল তুষারঝড়ের সৃষ্টি হয়। বেড়ে যায় ওই এলাকার নদীগুলির জলস্তর । প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় কয়েকটি বাঁধ। ক্ষতিগ্রস্ত হয় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্র, এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্র, পাঁচটি সেতু । তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি । সেখানে কর্মরত বহু শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না । আশপাশের এলাকা প্লাবিত হয়েছে । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 10 জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ কমপক্ষে আরও 170 জন । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ । উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা । জোশিমঠের কাছে রিঙ্গি এলাকায় চার বাহিনী জওয়ান নামানো হয়েছে । দু'টি বাহিনী পাঠানো হয়েছে জোশিমঠ থেকে এবং অন্য দু'টি বাহিনী পাঠানো হয়েছে অলি থেকে । এছাড়াও আরও দুই বাহিনী প্রস্তুত রাখা হয়েছে । দুটি জেসিবি মেশিন নিয়ে ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স পাঠানো হয়েছে রিঙ্গি এলাকায় । আকাশপথে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেনার চিতা হেলিকপ্টার । প্রস্তুত রাখা হয়েছে, মার্কোস কমান্ডোদেরও । দিল্লি থেকে 16 জন মার্কোস কমান্ডো ও মুম্বই থেকে 40 জন কমান্ডোকে প্রস্তুত রাখা হয়েছে ।
আরও পড়ুন : আট বছর আগের আতঙ্ক ফিরল উত্তরাখণ্ডে
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যে 170 জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে 148 জন এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী । 22 জন ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী । আশঙ্কা করা হচ্ছে, যাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন ।