লখিমপুর খেরি, 3 অক্টোবর : ভারত ও নেপাল সীমান্তে বর্তমান উত্তেজনার কারণে উত্তর প্রদশের সীমান্তসংলগ্ন গ্রামগুলির ব্যবসায়ীরা সমস্য়ার মুখে পড়েছে । নেপাল সীমান্তে লখিমপুর খেরি ও আশেপাশের এলাকার ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করত । কিন্তু লকডাউনের জেরে তা বন্ধ হয়ে যায় ।
পিলিভিট, শ্রাবস্তী, বহরিয়াচ, বলরামপুর, সিদ্ধার্থনগর ও মহারাজগঞ্জ-সহ ছয় জেলা ছাড়াও উত্তরপ্রদেশের খেড়ি জেলায় নেপালের সাথে 100 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে । লকডাউনের আগে লোকেরা অবাধে বাণিজ্য করত । তবে এখন দুই দেশের মধ্যকার সম্পর্কের কারণে ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । ব্যবসায়ীদের মতে, প্রায় 80 শতাংশ ক্ষতির মুখে রয়েছে ব্যবসা এবং তাঁরা নেপালি অংশীদারদের কাছে যে বিরাট অর্থ আটকে রয়েছে সেই নিয়েও তাঁরা চিন্তিত । লকডাউনের কারণে বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় খাজুরিয়া, বেহসী, সুদা, চন্দনচৌকি ও অন্যান্য মার্কেটের বেশিরভাগ বাজার জনশূন্য চেহারা নিয়েছে ।