পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্লীলতাহানিতে বাধা, নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে - Uttarpradesh Police

নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে ৷

শ্লীলতাহানির চেষ্টা, নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে

By

Published : Aug 18, 2019, 12:26 PM IST

Updated : Aug 18, 2019, 2:56 PM IST

লখনউ, 17 অগাস্ট : নাবালক 'স্টকার'-দের বাইক পিষে মারল কিশোরীকে ৷ উত্তরপ্রদেশের সুলতানপুরে ঘটনাটি ঘটেছে ৷

স্কুল থেকে বাড়ি ফিরছিল মেয়েটি সাইকেলে চেপে ৷ একাদশ শ্রেণির ছাত্রীটিকে তিন নাবালক বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল বাইকে চড়ে ৷ চেষ্টাও করেছিল শ্লীলতাহানির ৷ চিৎকার করে প্রতিবাদ জানাতেই জড়ো হয় মানুষ জন ৷ বাইক আরোহীরা কার্যত চম্পট দেয় তখন ৷

মাত্র 500 মিটার এগিয়েছিল কিশোরী সাইকেলে চেপে ৷ টিটকিরি, বিদ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি। শেষ রক্ষা হল না তাই ৷ কিছুক্ষণের মধ্যেই ফের ওই অনুসরণকারী বাইকটি এসে ধাক্কা মারে কিশোরীর সাইকেলে ৷ ছিটকে মাটিতে পড়ে যায় সে ৷ এরপরই বাইক দিয়ে পিষে মারা হয় তাকে ৷ গুঁড়িয়ে যায় মাথার খুলি ৷ স্থানীয় মানুষ কিশোরীকে উদ্ধার করলেও ওই বাইকবাজদের ধরতে পারেনি।

সুলতানপুরের লাম্ভুয়া এলাকার এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিন নাবালক ৷ তাদের হোমে পাঠানো হয়েছে ৷ মেয়েটিকে বাইক পিষে দিতেই পথচারীদের সাহায্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ স্থানীয় হাসপাতাল থেকে লখনউয়ের হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি কিশোরীকে ৷

কিশোরীর ঠাকুরদা বলেন, ''FIR নিতে প্রথমে অস্বীকার করেছিল পুলিশ ৷ নাতনির অবস্থা সংকটজনক চিকিৎসকরা জানানোর পরই পুলিশ অভিযোগ নেয় ৷ ততক্ষণে সব শেষ ৷'' উন্নাও গণধর্ষণ এবং কানপুরে নিগৃহীতা মৃত্যুর মাঝেই ফের আরও একটি ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated : Aug 18, 2019, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details