দিল্লি, 25 অগাস্ট : মাদকাসক্ত ছিল দুই সাগরেদ ৷ নেশার ঘোরে এক জন অপর জনের স্ত্রীকে কটূক্তি করেছিল ৷ স্ত্রীর সম্পর্কে আপত্তিকর মন্তব্য মানতে না পেরে সাগরেদকেই গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের গাজিপুর সবজি মাণ্ডিতে ঘটনাটি ঘটেছে ৷
অভিযুক্ত জ়ইল সিং নন্দ নাগরির বাসিন্দা ৷ পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ৷ সাগরেদের লাশ গুমে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ়ইলের পরিচিত গাজিয়াবাদের বাসিন্দা মহেন্দ্র সিংকে ৷