লখনউ, 22 জুন : আগামী পাঁচ বছরে GSDP 1 ট্রিলিয়ন অ্যামেরিকান ডলারে পৌঁছানোর লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। পরামর্শদাতা নির্বাচনের জন্য 41 পৃষ্ঠার প্রস্তাবের অনুরোধপত্র (RFP) তৈরি করা হয়েছে। এই পত্রে বলা হয়েছে, " এই কাজটির মাধ্যমে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিতে হবে। এর জন্য সুপরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী একটি কৌশলের প্রয়োজন। "
উত্তরপ্রদেশ দেশের অন্যতম জনবসতি পূর্ণ রাজ্য এবং ভারতের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানান, " দেশের GDP -র আট শতাংশ উত্তরপ্রদেশ থেকে আয় হয়। দেশের লক্ষ্যের সঙ্গে রাজ্যের লক্ষ্যমাত্রাকে একত্র করার কাজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। তিনি উত্তরপ্রদেশের অর্থনীতিকেও এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান। এটির জন্য বর্তমান বৃদ্ধির হারকে যথেষ্ট বাড়ানো প্রয়োজন এবং বেসিক পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগের হারে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রয়োজন রয়েছে। "