পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে ভীম আর্মি প্রধানের কনভয়ে গুলিচালনার অভিযোগ - Bhim Army

নির্বাচনী সমাবেশ থেকে ফেরার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । এবং সেখান থেকে পালিয়ে যায় ।

Chandrashekhar Azad
চন্দ্রশেখর আজ়াদ

By

Published : Oct 26, 2020, 7:55 PM IST

মিরাট , 26 অক্টোবর : চন্দ্রশেখর আজ়াদের কনভয়ে গুলি চালানোর অভিযোগ তুলল ভীম আর্মি । তাদের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁর কনভয়ে গুলি চালায় । উত্তরপ্রদেশের পশ্চিমে বুলন্দশহরে নির্বাচনী সভায় অংশ নিতে গিয়েছিলেন চন্দ্রশেখর । সেখান থেকে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ ।

চন্দ্রশেখর আজ়াদের মিডিয়া কো-অর্ডিনেটর কুশ বলেন, রবিবার বুলন্দশহরে এক সমাবেশে গিয়েছিলেন ভীম সেনা প্রধান । ওই এলাকা থেকে সমাজবাদী দলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন হাজ়ি ইয়ামিন । তাঁর হয়ে প্রচারের জন্য তিনি রবিবার ওই এলাকায় সমাবেশে অংশ নিয়েছিলেন । সেখান থেকে ফেরার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেখান থেকে পালিয়ে যায় ।

তবে বুলন্দশহরের SSP এসকে সিং গুলি চালানোর ঘটনাটি অস্বীকার করেছেন । তিনি বলেন, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (AIMIM) প্রার্থী দিলশাদ ও ইয়ামিনের সমর্থকদের মধ্যে মতবিরোধ হয়েছিল এবং একে অপরকে চেয়ার ছুড়ে মারে । তিনি বলেন, স্থানীয় বাসিন্দারাও গুলি চালানোর ঘটনাটি অস্বীকার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details