পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সালেমে প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে নির্মাণ সামগ্রীর কাঁচামাল - plastic story

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাত্র ও অন্য সামগ্রী প্রথমে গুঁড়িয়ে নিয়ে নির্মাণ সামগ্রীর সঙ্গে মেশানো হচ্ছে ৷ বালির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷

use of Plastic waste as raw materials in construction work
প্লাস্টিক বর্জ্যকে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার

By

Published : Jan 16, 2020, 7:29 AM IST

সালেম (তামিলনাড়ু), 15 জানুয়ারি : সালেমের একটি বেসরকারি কলেজে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রীকে পুনর্ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে নির্মাণ সামগ্রী ৷

যদিও রাজ্য সরকার সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে তা সত্ত্বেও ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সামলাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে ৷ দিশা দেখাচ্ছে সালেমের একটি বেসরকারি কলেজ ৷ প্লাস্টিক বর্জ্যকে গুঁড়িয়ে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷

প্লাস্টিক বর্জ্যকে নির্মাণ সামগ্রীর কাঁচামাল হিসেবে ব্যবহার

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পাত্র এবং অন্য সামগ্রী প্রথমে গুঁড়িয়ে নিয়ে নির্মাণ সামগ্রীর সঙ্গে মেশানো হচ্ছে ৷ বালির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ একইভাবে প্লাস্টিকের ব্যাগকে পুড়িয়ে বিটুমেন, ফ্লাই অ্যাশ ও অন্য বাই প্রডাক্টের সঙ্গে মিশিয়ে ইট তৈরির কাজে লাগানো হচ্ছে ৷ হালকা ওজনের প্লাস্টিকের তৈরি ইট বিল্ডিং তৈরির কাজে ব্যবহার করা হয় ৷ এ'টা আবহাওয়া প্রতিরোধকের কাজ করে ৷ বাড়ি নির্মাণের ক্ষেত্রে খরচও কমে ৷

সাফল্যের সঙ্গে প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে প্লাস্টিকমুক্ত দেশ গড়তে দিশা দেখাচ্ছে তামিলনাড়ুর এই কলেজ ৷

ABOUT THE AUTHOR

...view details