দিল্লি, 27 অক্টোবর : ভারত-চিন সীমান্ত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি । কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিকবার বৈঠকের পরও উত্তেজনা যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না । এরই মাঝে টু প্লাস টু আলোচনায় অংশ নিতে ভারতে এসেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । আর এসেই ভারতের মাটিতে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিয়েছেন তিনি । ভারত-চিন সীমান্ত ইশুতে সবরকমভাবে দিল্লির পাশে থাকার আশ্বাস দিয়েছেন । বলেন, "যে কোনওরকম তর্জন-গর্জন রুখতে অ্যামেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে ।"
একইসঙ্গে লাদাখে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি নিয়েও আজ মুখ খোলেন পম্পেও । ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনও পদক্ষেপে ওয়াশিংটন দিল্লিকে সবরকমভাবে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।
ভারত-অ্যামেরিকা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতায় আরও গতি আনতে গতকালই দিল্লি এসেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ও ডিফেন্স সেক্রেটারি মার্ক টি এসপার । গতকাল থেকে এখনও পর্যন্ত দু'দেশের কূটনৈতিক স্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।