পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সার্বভৌমত্ব রক্ষায় দিল্লির পাশে রয়েছে অ্যামেরিকা, গালওয়ান নিয়ে বার্তা পম্পেওর - India America Relations

যে কোনওরকম তর্জন-গর্জন রুখতে অ্যামেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে । আশ্বাস অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেওর ।

Mike Pompeo
মাইক পম্পেও

By

Published : Oct 27, 2020, 4:49 PM IST

Updated : Oct 27, 2020, 5:54 PM IST

দিল্লি, 27 অক্টোবর : ভারত-চিন সীমান্ত পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি । কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিকবার বৈঠকের পরও উত্তেজনা যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না । এরই মাঝে টু প্লাস টু আলোচনায় অংশ নিতে ভারতে এসেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও । আর এসেই ভারতের মাটিতে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিয়েছেন তিনি । ভারত-চিন সীমান্ত ইশুতে সবরকমভাবে দিল্লির পাশে থাকার আশ্বাস দিয়েছেন । বলেন, "যে কোনওরকম তর্জন-গর্জন রুখতে অ্যামেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে ।"

একইসঙ্গে লাদাখে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি নিয়েও আজ মুখ খোলেন পম্পেও । ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনও পদক্ষেপে ওয়াশিংটন দিল্লিকে সবরকমভাবে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

ভারত-অ্যামেরিকা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতায় আরও গতি আনতে গতকালই দিল্লি এসেছেন অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও ও ডিফেন্স সেক্রেটারি মার্ক টি এসপার । গতকাল থেকে এখনও পর্যন্ত দু'দেশের কূটনৈতিক স্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।

আরও পড়ুন : মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সাউথ ব্লকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আজ বৈঠক করেন মাইক পম্পেও । আধিকারিক সূত্রে খবর, লাদাখ সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি নিয়ে প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়েছে তাঁদের মধ্যে ।

আজ সকালে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করেন পম্পেও । ওয়ার মেমোরিয়াল ঘুরে 15 জুন চিনের সঙ্গে সংঘর্ষে 20 জন জওয়ানের শহিদ হওয়ার বিষয়ে বলেন, "সম্প্রতি গালওয়ান উপত্যকায় যে জওয়ানরা তাঁদের জীবন দিয়েছেন তাঁদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম ।"

তিনি আরও বলেন, "ভারতের সার্বভৌমত্ব ও তার স্বাধীনতা রক্ষার প্রয়াসে অ্যামেরিকা সবসময় ভারতের পাশে দাঁড়াবে । আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করতে বদ্ধপরিকর ।"

Last Updated : Oct 27, 2020, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details